Viral Video

পেঁয়াজ কাটার আগে চোখে লাগালেন সেলোটেপ! জ্বালা দূর করার সহজ ‘টোটকা’ গৃহিণীর, ভাইরাল ভিডিয়ো

এক মহিলা লেহঙ্গা পরে মাটিতে বসে রয়েছেন। মাথায় ওড়না দিয়ে রয়েছেন তিনি। বড় একটি সেলোটেপ টেনে মাথার এক দিক থেকে অন্য দিকে মুড়ে ফেললেন তিনি। চোখ খোলা অবস্থায় তা সেলোটেপ দিয়ে ঢেকে ফেললেন ওই মহিলা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ১৬:০৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সকাল হতে না হতেই রান্নাবান্নার কাজ শুরু। পেঁয়াজ কাটা কি মুখের কথা নাকি! চোখ থেকে অঝোরে জল গড়িয়ে পড়তে থাকে। তাই এর থেকে বাঁচার জন্য সহজ ‘টোটকা’ জানালেন এক গৃহিণী। পেঁয়াজ কাটার আগে চোখের উপর লাগিয়ে ফেললেন বড়, মোটা সেলোটেপ। তার পর হাতে ছুরি নিয়ে শুরু করলেন পেঁয়াজ কাটা। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘কমেডিজিএল৯’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক মহিলা লেহঙ্গা পরে মাটিতে বসে রয়েছেন। মাথায় ওড়না দিয়ে রয়েছেন তিনি। বড় একটি সেলোটেপ টেনে মাথার এক দিক থেকে অন্য দিকে মুড়ে ফেললেন তিনি। চোখ খোলা থাকা অবস্থায় তা সেলোটেপ দিয়ে ঢেকে ফেললেন ওই মহিলা। তার পর হাতে ছুরি নিয়ে পেঁয়াজ কাটতে শুরু করলেন।

চটপট পেঁয়াজ ছাড়িয়ে ফেললেন তিনি। কিন্তু চোখ থেকে এক ফোঁটা জলও গড়িয়ে পড়ল না তাঁর। আসলে, সে কারণেই চোখের চারদিকে সেলোটেপ দিয়ে মুড়ে দিয়েছিলেন তিনি। গৃহিণীর এই কাণ্ড দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘কী দারুণ বুদ্ধি মহিলার! চোখের জ্বালা দূর করার সহজ টোটকা জানিয়ে দিলেন তিনি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement