Viral Video

পরনে ছোট্ট তোয়ালে, সেই অবস্থাতেই স্নান, তোলা হল ভিডিয়োও! মহাকুম্ভে তরুণীর কাণ্ডে বিতর্ক, হইচই

গত ২৬ জানুয়ারি ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সামুএলিনা৪৫’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়ো দেখে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১৩:৫৩
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

মহাকুম্ভে তোয়ালে পরে কিছু ক্ষণ ঘুরলেন! তোয়ালে পরেই করলেন পুণ্যস্নান। তরুণীর এ-হেন কাণ্ডের একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল ভিডিয়োটিকে কেন্দ্র করে সমাজমাধ্যমে হইচইও পড়েছে (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ছোট্ট একটি তোয়ালে পরে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমের কাছে ঘুরছেন এক তরুণী। তোয়ালে পরেই গঙ্গা, যমুনা এবং অন্তঃসলিলা সরস্বতী নদীর পবিত্র সঙ্গমস্থলে স্নান করতেও নামেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। লাখো মানুষের ভিড়ে তোয়ালে পরে ঘোরাফেরা এবং স্নান করার জন্য সমালোচনার মুখেও পড়েছেন তরুণী। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ ক্ষোভপ্রকাশ করেছেন। বিতর্ক বাড়তে থাকায় পোস্টের ‘কমেন্ট সেকশন’ বন্ধ করা হয়েছে।

গত ২৬ জানুয়ারি ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সামুএলিনা৪৫’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়ো দেখে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। সমালোচনার ঝড় উঠেছে। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘মানুষের বিশ্বাসের অবমাননা করেছেন ওই তরুণী। বেশির ভাগ পুণ্যার্থীই ঐতিহ্যবাহী পোশাকে স্নান করেন। তাঁরা এই ধরনের কাণ্ড পছন্দ করেন না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘মহাকুম্ভ এমন একটি ধর্মীয় অনুষ্ঠান যা সনাতন সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক। দেশ-বিদেশের লাখ লাখ ভক্ত স্নান, দান এবং ধ্যান করতে আসেন মহাকুম্ভে। কুম্ভের প্রতিটি মুহূর্ত আধ্যাত্মিক শক্তিতে ভরা। সেখানে তরুণীর এ-হেন কাণ্ড মেনে নেওয়া যায় না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement