Viral Video

আবাসনের বাইরে খেলছিল শিশু, গাড়িচাপা দিয়ে পালালেন মহিলা! ভাইরাল হাড় হিম করা ভিডিয়ো

ভিডিয়োয় দেখা গিয়েছে, আবাসনের বাইরের একটি ফাঁকা জায়গায় খেলা করছে কয়েকটি শিশু। দৌড়োদৌড়ি করছে একে অপরের পিছনে। তাদের মধ্যে এক জন রাস্তায় বসেছিল। এমন সময় একটি গাড়ি এসে তাকে পিষে দেয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪২
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

বিকালবেলা আবাসনের বাইরে খেলছিল কয়েকটি শিশু। গাড়ি চালিয়ে এসে তাদেরই এক জনকে পিষে দিলেন এক মহিলা। মঙ্গলবার বিকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে। আবাসন থেকে বেরোনোর সময় এক শিশুকে গাড়ি চাপা দেন অভিযুক্ত মহিলা। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। দ্রুত ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত মহিলা গাজ়িয়াবাদের রাজেন্দ্রনগর এলাকায় থাকেন। নন্দগ্রাম থানার আওতাধীন ‘এসজি গ্র্যান্ড সোসাইটি’ আবাসনে এক পরিচিতের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেখান থেকে বেরোনোর সময় ওই দুর্ঘটনা ঘটে।

ভিডিয়োয় দেখা গিয়েছে, আবাসনের বাইরে একটি ফাঁকা জায়গায় খেলা করছে কয়েকটি শিশু। দৌড়োদৌড়ি করছে একে অপরের পিছনে। তাদের মধ্যে এক জন রাস্তায় বসেছিল। এমন সময় একটি গাড়ি এসে তাকে পিষে দেয়। সঙ্গে সঙ্গে অনেকে ছুটে আসেন। শিশুটিকে গাড়ির তলা থেকে বার করে আনা হয়। গাড়ি থেকে নেমে এগিয়ে আসেন অভিযুক্ত মহিলাও। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শিশুটি গুরুতর জখম হলেও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। ‘রূপেশ বর্মা’ নামে এক্স হ্যান্ডলে দাবি করা হয়েছে যে, মহিলাকে গ্রেফতারির হাত থেকে বাঁচাতে কেউ বা কারা আবাসনে প্রবেশের নথিভুক্তির পাতা ছিঁড়ে দিয়েছেন। পুরো বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। সমাজমাধ্যমে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁরা। পাশাপাশি, মহিলার শাস্তির দাবিতেও সরব হয়েছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement