Viral Video

মাঝরাস্তায় বাবু হয়ে বসে ‘ভূতুড়ে’ আচরণ, ২০ মিনিট মাথা ঝাঁকিয়ে ‘মন্ত্রোচ্চারণ’! যুবতীর কাণ্ডে হইচই

বুধবার রাত ১১টার দিকে হঠাৎই লখনউয়ের বিভূতিখণ্ড এলাকার লোহিয়া হাসপাতালের বাইরে রাস্তার মাঝখানে বসে পড়েন এক মহিলা। ব্যস্ত রাস্তা দিয়ে তখন প্রচুর গাড়ি চলাচল করছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৩:২৯
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

রাতের বেলা ব্যস্ত রাস্তার মাঝখানে বাবু হয়ে বসে পড়লেন যুবতী। মাথা ঝাঁকিয়ে, হাত ঘুরিয়ে শুরু করলেন অদ্ভুত আচরণ! তাঁকে দেখে রীতিমতো ভিড় জমে গেল রাস্তায়। এমনই এক চাঞ্চল্যকর ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও পড়েছে সমাজমাধ্যম জুড়ে। নেটাগরিকদের কেউ কেউ বিষয়টিকে ‘ভূতুড়ে’ আখ্যা দিয়েছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অদ্ভুত সেই ঘটনাটি বুধবার রাতে লখনউয়ের একটি রাস্তায় ঘটেছে। যদিও ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাত ১১টার দিকে হঠাৎই লখনউয়ের বিভূতিখণ্ড এলাকার লোহিয়া হাসপাতালের বাইরের রাস্তার মাঝখানে বসে পড়েন এক মহিলা। ব্যস্ত রাস্তা দিয়ে তখন প্রচুর গাড়ি চলাচল করছিল। মহিলাকে ওই ভাবে বসে থাকতে দেখে ঘাবড়ে যান গাড়িচালকেরা। অনেকে গাড়ির গতি কমিয়ে দেন। এ দিকে রাস্তার মাঝখানে বসার পর অদ্ভুত আচরণ শুরু করেন ওই মহিলা। সামনে একটি কালো ব্যাগ রেখে মাথা ঝাঁকাতে শুরু করেন ক্রমাগত। বসে বসেই ঘুরতে থাকেন গোল করে। কখনও হাত ঘুরিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকেন। কখনও বিড়বিড় করে ‘মন্ত্রোচ্চারণ’ করতে থাকেন। তাঁকে দেখে পথচলতি মানুষ রীতিমতো ভয় পেয়ে যান। দীর্ঘ যানজট তৈরি হয়। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করে রাখেন কেউ কেউ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, প্রায় ২০ মিনিট ধরে মহিলাকে ওই ভাবে রাস্তায় বসে অদ্ভুত কাণ্ডকারখানা করতে দেখা যায়। এর পর পুলিশ এসে মহিলাকে শান্ত করার চেষ্টা করে। তাঁকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। যদিও মহিলা রাস্তার মাঝখানে বসে কেন ওই রকম আচরণ করছিলেন তা এখনও স্পষ্ট নয়। মহিলার পরিচয় এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও খবর।

Advertisement

যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেটি পোস্ট করা হয়েছে সংবাদমাধ্যম ‘নিউজ় ওয়ান ইন্ডিয়া’র এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। লাইক-কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। নেটাগরিকদের অনেকেই ভিডিয়ো দেখে উদ্বেগ প্রকাশ করেছেন। বিষয়টি ভূতুড়ে বলেও দাবি করেছেন। যদিও নেটাগরিকদের অন্য একাংশের দাবি, মহিলা সম্ভবত মানসিক বিকারগ্রস্ত। আর সেই কারণেই তিনি ও রকম আচরণ করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement