Viral Video

ভরা বাজারে মহিলাকে হেনস্থা, ৪৮ সেকেন্ডের মধ্যে ১৪টি চড় খেলেন যুবক! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যুবকের কলার ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছেন এক মহিলা। তার পা থেকে মাথা পর্যন্ত বোরখায় ঢাকা। তাঁর এক হাতে ফোন এবং অন্য হাতে ব্যাগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৪
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

খারাপ ভাবে শরীরে স্পর্শ করার চেষ্টা। ভরা বাজারে এক যুবককে পর পর চড় মারলেন এক মহিলা। ৪৮ সেকেন্ডের মধ্যে ওই যুবককে ১৪টি চড় কষান তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুর শহরের বেকনগঞ্জ বাজারে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত যুবকের নাম আদনান। বজারিয়া থানা এলাকার বাসিন্দা তিনি। অভিযোগ, বেকনগঞ্জ বাজারে প্রকাশ্যে এক মহিলাকে খারাপ ভাবে স্পর্শ করেন আদনান। সেই থেকেই গন্ডগোলের সূত্রপাত। অভিযোগকারিণী রুখে দাঁড়ালে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। তার পরেই আদনানের কলার ধরে তাঁকে পর পর চড় মারেন মহিলা।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যুবকের কলার ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছেন এক মহিলা। তাঁর পা থেকে মাথা পর্যন্ত বোরখায় ঢাকা। তাঁর এক হাতে ফোন এবং অন্য হাতে ব্যাগ। যুবককে একের পর এক চড় মারতে শুরু করেন তিনি। ৪৮ সেকেন্ডের মধ্যে ১৪টি থাপ্পড় মারেন। তাঁদের ঘিরে ভিড় জমা হয়ে যায়। এর পর ওই যুবক মাটিতে বসে ক্ষমা চাইতে শুরু করলে মহিলা তাঁকে ছেড়ে দেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

Advertisement

ভিডিয়োটি পুলিশেরও নজরে এসেছে। বিবৃতি জারি করে পুলিশ জানিয়েছে, ঘটনাটি গত ২৫ ফেব্রুয়ারির। আদনানকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ভাইরাল ভিডিয়োটি ‘এক্স’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। যুবকের আচরণের নিন্দায় সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement