Viral Video

ছবি তোলার সময় বার বার নববধূর শরীর ছোঁয়া! ‘শিক্ষা’ দিলেন ক্রুদ্ধ পাত্র, অদ্ভুত প্রতিক্রিয়া পাত্রীর

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মঞ্চের উপর নববধূর ফটোশুট চলছে। পাত্রীর একের পর এক ছবি তুলে চলেছেন এক মধ্যবয়স্ক চিত্রশিল্পী। কিছুটা দূরে দাঁড়িয়ে দেখছেন পাত্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:০৯
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ের মঞ্চে বিভিন্ন পোজ়ে ছবি উঠছে কনের। আর সেই সূত্রেই বার বার নববধূকে ছুঁয়ে ফেলছেন চিত্রশিল্পী। কখনও হাত ধরছেন, কখনও চিবুক ধরে নাড়িয়ে দিচ্ছেন। ছবি তোলানোর জন্য পাত্রী সে সব তোয়াক্কা না করলেও, মানতে পারলেন না পাত্র। রেগেমেগে সজোরে চাঁটি মারলেন চিত্রশিল্পীর মাথায়। এ রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মঞ্চের উপর নববধূর ফটোশুট চলছে। পাত্রীর একের পর এক ছবি তুলে চলেছেন এক মধ্যবয়স্ক চিত্রশিল্পী। কিছুটা দূরে দাঁড়িয়ে সবটা দেখছেন পাত্র। ছবি তুলতে তুলতে নিজের কাজ নিয়ে মেতে ওঠেন ওই চিত্রশিল্পী। নববধূর বাহু, চিবুকে হাত দিয়ে তাঁর পোজ় ঠিক করতে থাকেন। এ রকম বার কয়েক করার পরে অগ্নিশর্মা হয়ে ওঠেন পাত্র। ছুটে এসে চিত্রশিল্পীকে চাঁটি মারেন তিনি। চিৎকার করে দূরে দাঁড়িয়ে ছবি তোলার নির্দেশ দেন। আচমকা মার খেয়ে হকচকিয়ে যান চিত্রগ্রাহক। অবাক চোখে তাকান পাত্রের দিকে। অন্য দিকে, পুরো ঘটনা দেখে হাসি পেয়ে যায় পাত্রীর। হেসে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

‘পঞ্জাবি ইন্ডাস্ট্রি’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ২০২২ সালের জুন মাসে ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল। সম্প্রতি আবার ভাইরাল হয়েছে সেটি। ভিডিয়োটি নতুন করে ভাইরাল হওয়ার পরে বহু মানুষ তা দেখেছেন। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্যও করেছেন নেটাগরিকদের একাংশ। চিত্রগ্রাহক শিল্পীর কাজে বাধা দিয়ে তাঁকে মারার কারণে বরের সমালোচনাতেও সরব হয়েছেন অনেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement