Viral Video

গাড়ি নিয়ে হম্বিতম্বি, মার ফুলবিক্রেতা দম্পতিকে! স্থানীয়দের হাতে পাল্টা খেলেন মন্ত্রীর ভাইপো

শনিবার বিকালে মেরঠের একটি সরু রাস্তায় বড় গাড়ি নিয়ে ঢুকে পড়েন উত্তরপ্রদেশের মন্ত্রী সোমেন্দ্র তোমরের ভাইপো। ফলে ওই রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৩
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

সরু জনবহুল রাস্তায় বড় গাড়ি নিয়ে ঢুকে পড়েছিলেন মন্ত্রীর ভাইপো। এর ফলে তৈরি হওয়া যানজট নিয়ে বিরক্তি প্রকাশ করে প্রথমে গালিগালাজ, পরে ফুলবিক্রেতা দম্পতির গায়ে হাত তুললেন তিনি। তবে পাল্টা বেদম মারও খেলেন। এমনই একটি চাঞ্চল্যকর ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতে সমাজমাধ্যম জুড়ে হইচই পড়ে গিয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের মেরঠে ঘটনাটি ঘটেছে। যদিও ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

প্রতিবেদন অনুযায়ী, শনিবার বিকালে মেরঠের একটি সরু রাস্তায় বড় গাড়ি চালিয়ে ঢুকে পড়েন উত্তরপ্রদেশের মন্ত্রী সোমেন্দ্র তোমরের ভাইপো। ফলে ওই রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সেই নিয়ে বিরক্তি প্রকাশ করেন এক রিকশাচালক। অভিযোগ, তাঁকে গালিগালাজ করেন মন্ত্রীর ভাগ্নে। এর পর ওই একই বিষয়ে এক ফুলবিক্রেতা দম্পতিও প্রতিবাদ জানালে তিনি গাড়ি থেকে নেমে আসেন। মারতে শুরু করেন দম্পতিকে। এমনকি, মন্ত্রীর ভাইপোর দেহরক্ষীরাও তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন। তখনই স্থানীয় কয়েক জন ওই দম্পতির সাহায্যে এগিয়ে আসেন। কলার ধরে মারেন মন্ত্রীর ভাইপোকে। গায়ে জলও ছুড়ে দেওয়া হয়। প্রতিরোধের মুখে পড়ে ক্রমাগত হুমকি দিতে থাকেন তিনি। এর পর রক্ষীদের সহায়তায় এলাকা ছেড়ে পালিয়ে যান। সেই ঘটনার ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি একাধিক এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। মন্ত্রীর ভাইপোর বিরুদ্ধে সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। তাঁর শাস্তির দাবিও তুলেছেন অনেকে। ঘটনা প্রসঙ্গে ব্রহ্মপুরী থানার ইনস্পেক্টর জানিয়েছেন, উভয় পক্ষ নিজেদের মধ্যে মিটমাট করে নিয়েছেন। কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। যদিও ওই গাড়িচালক সত্যিই মন্ত্রীর ভাইপো কি না তা নিয়ে কোনও মন্তব্য করেনি পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement