ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
করবা চৌথ উপলক্ষে বাজারে মহিলাদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিলেন দোকানদারেরা। ভিড়ের মধ্যেই করবা চৌথের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে ব্যস্ত মহিলা ক্রেতারা। কিন্তু এই ভিড়েই সুযোগ খুঁজে অভব্য আচরণ করে বসলেন এক তরুণ। মহিলা ক্রেতাদের অভিযোগ, ভিড়ের সুযোগ নিয়ে তাঁদের অশালীন ভাবে স্পর্শ করেছেন সেই তরুণ। শাস্তি দিতে তরুণের কলার ধরে ভরা বাজারে মারধর করতে শুরু করলেন মহিলারা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি এই ঘটনাটি উত্তরপ্রদেশের মৈনপুরী এলাকার বাজারে ঘটেছে। মহিলা ক্রেতাদের দাবি, করবা চৌথের জন্য কেনাকাটা করতে বাজারে ভিড় জমা হয়েছিল। ভিড়ের সুযোগ নিয়ে মহিলাদের খারাপ ভাবে স্পর্শ করেছেন সেই তরুণ। ক্রেতাদের মধ্যে এক তরুণী প্রতিবাদ করে ওঠেন।
ভরা বাজারে ওই তরুণের কলার ধরে ফেলেন তিনি। অন্য এক মহিলা ক্রেতাও মারধর করতে শুরু করেন সেই তরুণকে। তাঁদের চারদিক থেকে ঘিরে ফেলেন অন্য মহিলা ক্রেতারা। ভরা বাজারে মারধর করে তরুণকে শাস্তি দেন দুই ক্রেতা। ভুলের জন্য পা ধরে ক্ষমা চান তরুণ। তাঁকে যেন ছেড়ে দেওয়া হয়, তরুণীর কাছে সেই প্রার্থনা করতে থাকেন তিনি। পরে নিজেই কোনও ভাবে তরুণীর হাত থেকে নিজের পোশাক ছাড়িয়ে ভিড় কাটিয়ে সেখান থেকে পালিয়ে যান তরুণ।