ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জঙ্গলের মাঝখান দিয়ে তিরতির করে বয়ে চলেছে জলধারা। সেখান দিয়ে জঙ্গল পার হচ্ছিল একটি গোখরো। একই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল একটি বাঘ। কিন্তু গোখরোকে সামনে দেখে হঠাৎ থেমে পড়ল সে। গোখরোটি ঘাড় ঘুরিয়ে বাঘের দিকে তাকাতেই হিংস্র শিকারির সমস্ত সাহস বেরিয়ে যায়। এক পা-দু’পা করে পিছিয়ে যেতে শুরু করে বাঘটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘দ্যবিগক্যাট্সএম্পায়ার’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি গোখরোকে দেখে ভয়ে সিঁটিয়ে যাচ্ছে মস্ত বড় এক বাঘ। জঙ্গলের মাঝ দিয়ে সরু সুতোর মতো বয়ে যাচ্ছে একটি জলধারা। একটি গোখরো বুকে ভর দিয়ে সেই রাস্তা পার করছিল। একই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল একটি বাঘ। গোখরোকে দেখে থেমে পড়ল বাঘটি।
বাঘের উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে সে দিকে তাকাল গোখরোটি। তা দেখে ভয়ে জবুথবু দশা হয়ে গেল বাঘটির। এক পা-দু’পা করে পিছিয়ে যেতে শুরু করল সে। যেন সেখান থেকে পালিয়ে যেতে পারলে প্রাণে বেঁচে যায় বাঘটি। জঙ্গলের হিংস্র শিকারির এমন অবস্থা থেকে হেসে কুটিপাটি হল নেটপাড়া। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘সাপ দেখে বাঘমামা খুব ভয় পেয়েছে দেখছি।’’