ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রাস্তায় স্কুটার চালিয়ে যাচ্ছিলেন এক তরুণী। হঠাৎ ভিড় রাস্তায় তরুণীকে অশালীন স্পর্শ করলেন এক পথচারী। এমন অভব্য আচরণে স্বাভাবিক ভাবেই চটে গেলেন তরুণী। স্কুটার থেকে নেমে পথচারীকে জুতোপেটা করতে শুরু করলেন তিনি। স্থানীয়েরাও জড়ো হয়ে মারধর করতে শুরু করলেন সেই পথচারীকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পথচারীকে হেফাজতে নেয়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘@টিম_সিবিএন১’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণকে জুতো দিয়ে মারছেন এক তরুণী। তাঁদের ঘিরে রয়েছেন স্থানীয়েরা। অভিযুক্ত তরুণ যেন সেখান থেকে পালিয়ে যেতে না পারেন, তাই তাঁকে ধরে রেখেছেন সকলে। মারধরও করে চলেছেন। এই ঘটনাটি অন্ধ্রপ্রদেশের অনন্তপুর এলাকায় ঘটেছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ভিড় রাস্তা দিয়ে স্কুটার চালিয়ে যাচ্ছিলেন এক তরুণী। তাঁর অভিযোগ, সেই সময় তাঁকে অশালীন ভাবে স্পর্শ করেন এক পথচারী। তরুণ পথচারী মদ্যপ ছিলেন। স্কুটার থেকে নেমে ওই পথচারীকে জুতোপেটা করতে শুরু করেন তরুণী। চারদিকে লোকজন জড়ো হয়ে যায়। তরুণীর বন্ধুরাও ঘটনাস্থলে পৌঁছে যান। অশান্তির খবর পেয়ে সেখানে পৌঁছোয় পুলিশ। ভিড় সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।