ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
টাকা ধার নিয়ে ফেরত দিচ্ছেন না বন্ধু। অন্য দিকে গৃহিণী সেই টাকা ফেরত আনার জন্য চাপ দিয়ে বাক্যবাণে জর্জরিত করে চলেছেন। কোনও উপায় না পেয়ে থানায় হাজির হলেন তরুণ। পুলিশের দাবি, মদ্যপ অবস্থায় সেই তরুণ অভিযোগ দায়ের করতে চেয়েছিলেন বলে তাঁর কথায় গুরুত্ব দেওয়া হয়নি। তাই পুলিশের উপর রাগ করে, প্রতিবাদ জানাতে থানার সামনের একটি বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন তরুণ।
তার পর পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন তিনি। দীর্ঘ ক্ষণের চেষ্টায় তাঁকে খুঁটি থেকে নামিয়ে আনতে সফল হয় পুলিশ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘তেলুগু স্ক্রাইব’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েছেন। মুষ্টিবদ্ধ হাত তুলে স্লোগান দিয়ে চলেছেন অনবরত। কখনও বলছেন ‘জয় তেলঙ্গানা’, কখনও আবার পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলছেন, ‘পুলিশ নিপাত যাক’। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি রবিবার বিকেলে তেলঙ্গানার রাজেন্দ্রনগর এলাকার মাইলারদেবপল্লী থানার সামনে ঘটেছে।
তরুণের নাম বেণুগোপাল। ৩০ বছর বয়সি বেণুগোপাল স্ত্রীর সঙ্গে মাইলারদেবপল্লীর ভাম্বে কলোনিতে থাকেন। পুলিশের দাবি, বেণুগোপাল অধিকাংশ সময় মদ্যপ অবস্থায় থাকেন এবং স্ত্রীর সঙ্গে নিত্য অশান্তি করেন। এক বন্ধুকে বহু দিন আগে দেড় হাজার টাকা ধার দিয়েছিলেন তিনি। কিন্তু সেই টাকা ফেরত দেওয়ার নাম করছেন না তাঁর বন্ধু। অন্য দিকে, বন্ধুর কাছ থেকে টাকা ফেরত চাওয়া নিয়ে বেণুগোপালকে বাক্যবাণে জর্জরিত করে ফেলছেন তাঁর স্ত্রী। এমনটাই দাবি তাঁর।
কোনও উপায় না দেখে মদ্যপ অবস্থায় বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে থানায় হাজির হন তিনি। পুলিশ তাঁকে বিশেষ আমল না দিলে থানা থেকে বেরিয়ে সোজা বিদ্যুতের খুঁটির উপর উঠে পড়েন বেণুগোপাল। পুলিশ সূত্রে জানা যায়, হাই ভোল্টেজ বিদ্যুতের খুঁটিতে উঠে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন বেণুগোপাল। বিপদ বুঝে দ্রুত এলাকার বিদ্যুৎসংযোগ ছিন্ন করে দেয় পুলিশ। দীর্ঘ ক্ষণের চেষ্টায় বেণুগোপালকে উদ্ধার করা হয়। তার পর তাঁকে শান্ত করে বাড়ি ফিরিয়ে দেন পুলিশকর্মীরা।