ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সিনেমা দেখে বান্ধবীর সঙ্গে ফিরছিলেন এক তরুণী। ফেরার পথে ট্রাফিকে থমকে যায় তাঁদের গাড়ি। তখনই তাঁদের গাড়ির পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে পড়েন এক প্রৌঢ়। কাচে টোকা মেরে তরুণীদের নজর কাড়ার চেষ্টা করেন তিনি। তরুণীরা সেই প্রৌঢ়ের দিকে তাকালে ইশারা করে বাইকের পিছনের আসনে বসার ইঙ্গিতও করেন তিনি। দুই তরুণী রেগে গেলে ক্রমাগত তাঁদের বিরক্ত করতে থাকেন প্রৌঢ়।
কখনও তাঁদের উদ্দেশে চুমু ছুড়ে দিচ্ছিলেন, কখনও বা অশালীন ইঙ্গিত করছিলেন। প্রৌঢ়ের কীর্তিকলাপ ক্যামেরাবন্দি করেন তরুণীরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ভিরিঞ্চি০১’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, গাড়ির ভিতর দুই তরুণীকে দেখে অশালীন ইঙ্গিত করে চলেছেন এক প্রৌঢ়। তাঁদের উদ্দেশে কখনও চুমু ছুড়ে দিচ্ছেন। কখনও আবার গাড়ি থেকে নেমে বাইকের পিছনের আসনে বসার ইশারা করছেন।
এই ঘটনাটি ২৭ সেপ্টেম্বর হায়দরাবাদের অ্যালউইন এক্স রোডের কাছে ঘটেছে। প্রৌঢ়কে সেখান থেকে চলে যেতে বলেন তরুণীরা। কিন্তু প্রৌঢ় সেখান থেকে সরতে রাজি হননি। ভিডিয়োটি দেখে নেটব্যবহারকারীদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘কী অসভ্যের মতো আচরণ! ওই প্রৌঢ়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা উচিত।’’