Viral Video

মেট্রোয় বসার জায়গা নিয়ে হাতাহাতি! কামরার মধ্যে চুলের মুঠি ধরে শুয়ে পড়ে মারপিট দুই মহিলার, ভাইরাল ভিডিয়ো

দুই মহিলা একে অপরের চুলির মুঠি ধরে মারপিট করতে করতে মেট্রোর আসনে শুয়ে পড়েন। এক জনের উপর আর এক জন চেপে বসে চুলের মুঠি ধরে মারতে থাকেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৫ ১৪:২৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

একই জায়গায় বসতে চাইছিলেন দুই মহিলা। তা নিয়েই বচসা শুরু হয় দু’জনের মধ্যে। মেট্রো দাঁড়িয়ে পড়লেও স্টেশনে নামার হুঁশ নেই তাঁদের। চুলের মুঠি ধরে মারপিট করতেই ব্যস্ত দুই মহিলা। ঘটনাস্থলে উপস্থিত অন্য এক যাত্রী তাঁদের অশান্তি থামাতে চাইলেও চুলোচুলি করা থামালেন না দু’জন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দুই মহিলা একে অপরের চুলির মুঠি ধরে মারপিট করতে করতে মেট্রোর আসনে শুয়ে পড়েছেন। এক জনের উপর আর এক জন চেপে বসে চুলের মুঠি ধরে মারছেন।

অন্য মহিলাও থামছেন না। তিনিও চুলোচুলি করতে ব্যস্ত। এই ঘটনাটি দিল্লির মেট্রোয় ঘটেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি স্টেশনে মেট্রোটি দাঁড়িয়ে রয়েছে। কামরা প্রায় ফাঁকা হয়ে গিয়েছে। লোকজন স্টেশনে নেমে পড়ছেন। কিন্তু ওই দুই মহিলা মারপিট করেই চলেছেন। বসার জায়গা নিয়ে তাঁদের মধ্যে বচসার সূত্রপাত।

Advertisement

সেই কথা কাটাকাটি শেষমেশ চুলোচুলির পর্যায়ে পৌঁছে যায়। মেট্রোয় উপস্থিত অন্য এক মহিলা যাত্রী তাঁদের অশান্তি থামাতে গেলেও কোনও লাভ হয় না। দুই মহিলা শুয়ে পড়ে চুলির মুঠি ধরে মারপিট চালিয়ে গেলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement