ছবি: ইনস্টাগ্রাম।
নীচে দাঁড়িয়ে রয়েছেন এক যুবক। এক মহিলা দোতলার বারান্দা থেকে শিশুকে ছুড়ে দিলেন তাঁর দিকে! শিশুটিকে লুফে নিলেন ওই যুবক। বিপজ্জনক সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণী দোতলার বারান্দার ধারে বিপজ্জনক ভাবে ঝুঁকে আছেন। তাঁর হাতে একটি শিশু। শিশুটিকে এক হাতে ধরে বারান্দা থেকে নীচের দিকে ঝুলিয়ে রেখেছেন তিনি। বারান্দার নীচে রাস্তায় এক যুবক দাঁড়িয়ে। তরুণীর দিকে তাকিয়ে রয়েছেন তিনি। এর পরেই দেখা যায় সেই ভয়ঙ্কর দৃশ্য। শিশুটিকে বারান্দা থেকে নীচে ছুড়ে দেন তরুণী। তাকে লুফে নেন রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই যুবক। এর পর তরুণী এবং যুবক— দু’জনেই হাসতে থাকেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আরজেখুরকি’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নিন্দার ঝড় উঠেছে। তৈরি হয়েছে বিতর্ক। যুবক এবং তরুণীকে ‘দায়িত্বজ্ঞানহীন’ তকমা দিয়েছেন নেটাগরিকদের একাংশ। অনেকে আবার তাঁদের শাস্তির দাবি জানিয়েছেন। এক নেটাগরিক কটাক্ষ করে বলেছেন, ‘‘এটা কি ডেলিভারি করে আনানো বাচ্চা যে কিছু হয়ে গেলে ১০ মিনিটের মধ্যে আবার চলে আসবে?’’ অন্য এক জনের কথায়, ‘‘এটা মোটেও মজার ঘটনা নয়। দুর্ঘটনা ঘটে যেতে পারত যে কোনও সময়। দায়িত্বজ্ঞানহীন আচরণ।’’