ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জঙ্গল থেকে মাঝরাতে টহল দিতে বেরিয়েছিল একটি চিতাবাঘ। কিন্তু খাবারের সন্ধানে ঘুরে বেড়িয়েও বিশেষ কোনও লাভ হল না চিতাবাঘটির। জঙ্গলের অনতিদূরেই পড়েছিল জঞ্জালের স্তূপ। খাবারের খোঁজে সেখানেই ‘তল্লাশি’ চালাল সে। প্লাস্টিকের ব্যাগ চিবোতেও শুরু করল চিতাবাঘটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়তে বিতর্কের ঢেউ আছড়ে পড়ে নেটপাড়ায়।
পরভীন কাসওয়ান নামে এক জন আইএফএস আধিকারিক তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক চিতাবাঘ আবর্জনার স্তূপের সামনে দাঁড়িয়ে জঞ্জাল চিবিয়ে যাচ্ছে। এই ঘটনাটি রাজস্থানের মাউন্ট আবুর জঙ্গলে ঘটেছে। আলোকচিত্রশিল্পী শিবাংশ শাহের ক্যামেরায় এই দৃশ্যটি ধরা পড়েছে। সেই ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে বন্য প্রাণীদের জন্য আশঙ্কা প্রকাশ করেন আইএফএস আধিকারিক।
জঙ্গলের মধ্যেও যে পর্যটকেরা এ ভাবে আবর্জনা ছড়াচ্ছেন তা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় ডুবে গিয়েছেন তিনি। বন্য প্রাণীদের জন্য সুস্থ, স্বাভাবিক পরিবেশ বজায় রাখা যে পর্যটকদের দায়িত্বের মধ্যে পড়ে, সে কথাই আবার মনে করিয়ে দিলেন তিনি। চিতাবাঘটিকে জঞ্জাল চিবোতে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন লিখেছেন, ‘‘জঙ্গলে সাফারি করতে গিয়েও যদি পর্যটকেরা সচেতন না হন, তা হলে বন্য প্রাণীরা কোথায় সুরক্ষিত থাকবে?’’