Viral Video

ফেলে দেওয়া খাবারের প্যাকেট আবার ধুয়েমুছে সাফ করতে গিয়ে ধরা পড়লেন রেলকর্মী, ভিডিয়ো ভাইরাল হতে বিতর্ক

যাত্রীর অভিযোগ, যাত্রীদের খাবার পরিবেশনের জন্য যে প্যাকেট ব্যবহার করা হয়, তা পুনর্ব্যবহারযোগ্য নয়। অথচ ফেলে দেওয়া সেই প্যাকেটগুলি সংগ্রহ করে তা ধুয়ে ফেলছেন এক জন রেলকর্মী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৬:২৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

গন্তব্যের উদ্দেশে রওনা দিয়ে দিয়েছে ট্রেন। সময় কাটাতে দরজার কাছে যেতেই রেগে আগুন হয়ে গেলেন কয়েক জন যাত্রী। এক জন রেল কর্মী বেসিনের সামনে দাঁড়িয়ে ফেলে দেওয়া খাবারের প্যাকেট আবার ধুয়েমুছে সাফ করছেন। সেই দৃশ্য ধরা পড়ল যাত্রীর ক্যামেরায়। ক্যামেরাবন্দি করা হচ্ছে দেখে যাত্রীদের প্রশ্নের উত্তর দেওয়াই থামিয়ে দিলেন রেলকর্মী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় বিতর্কের ঝড় বয়ে গিয়েছে।

Advertisement

‘শুকুল পঙ্কজ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক জন রেলকর্মী ফেলে দেওয়া খাবারের প্যাকেট বেসিনের সামনে দাঁড়িয়ে ধুয়েমুছে পরিষ্কার করছেন। এই ঘটনাটি এরোদে-যোগবাণী অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনে ঘটেছে। তামিলনাড়ু থেকে বিহারের উদ্দেশে সফর করে এই ট্রেনটি।

সেই ট্রেনের এক যাত্রীর অভিযোগ, যাত্রীদের খাবার পরিবেশনের জন্য যে প্যাকেট ব্যবহার করা হয়, তা পুনর্ব্যবহারযোগ্য নয়। অথচ ফেলে দেওয়া সেই প্যাকেটগুলি সংগ্রহ করে তা ধুয়ে ফেলছেন এক জন রেলকর্মী। যাত্রী তাঁর ফোনের ক্যামেরায় ঘটনাটি রেকর্ড করেন। খাবারের প্যাকেটগুলি কেন পরিষ্কার করা হচ্ছে, তা রেলকর্মীর কাছে জানতে চান ওই যাত্রী। রেলকর্মী খাবারের প্যাকেট ধুতে ধুতেই উত্তর দেন, ‘‘প্যাকেটগুলি আবার ফেরত যাবে।’’ এই কথা বলেই যাত্রীর দিকে তাকান তিনি।

Advertisement

পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করা হচ্ছে দেখে তিনি ভিডিয়ো তুলতে বারণ করেন। যাত্রী কোনও বারণ না মানায় সেই রেলকর্মী মুখে কুলুপ এঁটে ফেলেন। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়লে নেটাগরিকদের অধিকাংশ ক্ষোভ প্রকাশ করেন। রেল কর্তৃপক্ষের পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্নও তুলেছেন অনেকে। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত রেল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement