Viral Video

‘রকেট! রকেট! ইন্ডিয়া আজকে আবার লঞ্চ করসে নাকি’! অগ্নি-৫ দেখে উত্তেজিত বাংলাদেশিরা, ভাইরাল ভিডিয়োয় হাসির রোল

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, উৎক্ষেপণের পর সন্ধ্যার মুখে বাংলাদেশের আকাশে দেখা গিয়েছে অগ্নি-৫। আর সেই ক্ষেপণাস্ত্র দেখে উত্তেজিত হয়ে পড়েছেন কয়েক জন বাংলাদেশি নাগরিক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১৩:৪২
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

দেশীয় প্রযুক্তিতে তৈরি পরমাণু ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ হল বুধবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিতে উন্নত সমরাস্ত্র তৈরির যে সরকারি প্রকল্প, সেই ‘মিশন দিব্যাস্ত্র’র অঙ্গ হিসাবে এই পরীক্ষা হয়েছে ওড়িশার বালেশ্বর জেলার চাঁদিপুর উপকূলে। আর অগ্নি-৫-এর সেই পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রভাব গিয়ে পড়ল বাংলাদেশেও। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রটি দেখা গিয়েছে। সেই আবহে একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র দেখে উত্তেজিত হয়ে পড়েছেন বাংলেদেশের কয়েক জন। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, উৎক্ষেপণের পর সন্ধ্যার মুখে বাংলাদেশের আকাশে দেখা গিয়েছে অগ্নি-৫। আর সেই ক্ষেপণাস্ত্র দেখে উত্তেজিত হয়ে পড়েছেন কয়েক জন বাংলাদেশি নাগরিক। দৃশ্যটি ক্যামেরাবন্দি করতে দেখা গিয়েছে তাঁদের। এক জনকে এ-ও বলতে শোনা গিয়েছে যে, ‘‘রকেট! রকেট! ইন্ডিয়া আজকে আবার লঞ্চ করসে নাকি?’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। হইচই পড়েছে সমাজমাধ্যমে। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘বাঘের বাচ্চারা মনে হয় ভয় পেয়েছে। তাই ওদের ও রকম উত্তেজিত শোনাচ্ছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘পরীক্ষামূলক উৎক্ষেপণ দেখেই এই অবস্থা!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement