ছবি: এক্স থেকে নেওয়া।
মদ খেয়ে বেসামাল বাবা-মা। টাল সামলাতে পারছেন না। হাতেও মদের বোতল ধরা। তার মধ্যেই একরত্তি সন্তানকে আলুর বস্তার মতো টেনে টেনে নিয়ে যাচ্ছেন। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। দাবি, ঘটনাটি দিল্লির। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ফুটপাথ দিয়ে হাঁটছেন মদ্যপ দম্পতি। তাঁরা এতটাই ঘোরে রয়েছেন যে ঠিক করে চলতে পর্যন্ত পারছেন না। কোনও রকমে টলতে টলতে এগিয়ে চলেছেন। তাঁদের সঙ্গে রয়েছে একরত্তি সন্তান। সন্তানকে টেনে টেনে নিয়ে যাচ্ছেন তাঁরা। হতবাক হয়ে দেখছেন রাস্তার মানুষজন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটিকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যমে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ওক এমিনেন্ট’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। উঠেছে তীব্র সমালোচনার ঢেউ। শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। বিষয়টিকে ‘অমানবিক’ তকমাও দিয়েছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এটা শিশু নির্যাতন। আলুর বস্তার মতো সন্তানকে টানছে। যদি এটাই অভিভাবকত্বের নমুনা হয়, তা হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বড় সমস্যায় রয়েছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘আদর্শ অভিভাবক! মা-বাবারা যখন তাঁদের কর্তব্য ভুলে যান, তখন শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।’’