ছবি: এক্স থেকে নেওয়া।
জন্মাষ্টমীর পূণ্যতিথিতে নর্তকীর সঙ্গে অশ্লীল ভঙ্গিমায় নাচছেন পঞ্চায়েত প্রধান! হেলেদুলে পড়ে যাচ্ছেন নর্তকীর গায়ে। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে সমাজমাধ্যম জুড়ে। সমাজমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে বিহারের মোতিহারি জেলার সুগৌলি ব্লকের পাজিয়ারওয়া গ্রামে। ওই পঞ্চায়েত প্রধানের নাম রাজকুমার পাসওয়ান ওরফে অশোক পাসওয়ান। নর্তকীর সঙ্গে নাচের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। সামাজিক দায়িত্ব হিসাবে আনন্দবাজার ডট কম সেই ভিডিয়ো প্রকাশ না করারও সিদ্ধান্ত নিয়েছে। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাচগান চলছে। ভোজপুরি গানে এক নর্তকীর সঙ্গে নাচে মেতেছেন পাজিয়ারওয়া গ্রামের পঞ্চায়েত প্রধান রাজকুমার। নর্তকীর সঙ্গে হেলেদুলে নাচছেন তিনি। মাঝেমধ্যে জড়়িয়েও ধরছেন। নর্তকীও চুমু খাচ্ছেন তাঁকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ঘটনাটিকে অশ্লীল তকমা দিয়েছেন নেটাগরিকেরা।
ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরেই ক্ষোভপ্রকাশ করেছেন স্থানীয়রা। তবে এই প্রথম বার নয়, এর আগেও একই কারণে এক বার জনগণের ক্ষোভের মুখোমুখি হয়েছিলেন তিনি। জানা গিয়েছে, অশ্লীল নাচের ঘটনায় ইতিমধ্যেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মতিহারি পুলিশ জানিয়েছে।
পঞ্চায়েত প্রধানের নাচের ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে একাধিক অ্যাকাউন্ট থেকে পোসট করা হয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নিন্দার ঝড় বয়ে গিয়েছে। নির্বাচিত প্রতিনিধির আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।