ছবি: এক্স থেকে নেওয়া।
রাস্তায় লাঠি হাতে হেঁটে যাচ্ছিলেন ৭০ বছরের বৃদ্ধ। একই রাস্তা ধরে উল্টো দিক দিয়ে হেঁটে আসছিল মস্ত এক ষাঁড়। ষাঁড়কে দেখে লাঠি উঁচয়ে ধরলেন বৃদ্ধ। কিন্তু ফল ভাল হল না। তেড়ে এসে বৃদ্ধকে শিংয়ের গুঁতো মারল ষাঁড়টি। শূন্যে ১২ ফুট উঠে নীচে পড়লেন তিনি। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার পঞ্জাবের ফজিলকার ব্যাঙ্ক কলোনি এলাকায় ঘটনাটি ঘটেছে। কিন্তু সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সম্প্রতি। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তা দিয়ে হেঁটে আসছেন বছর সত্তরের এক বৃদ্ধ। তাঁর পরনে ধুতি-পাঞ্জাবি, হাতে লাঠি। উল্টো দিক থেকে একটি ষাঁড়কে আসতে দেখে লাঠি উঁচিয়ে ধরেন ওই বৃদ্ধ। সঙ্গে সঙ্গে ষাঁড়টি খেপে গিয়ে আক্রমণ করে তাঁকে। ষাঁড়ের শিংয়ের গুঁতোয় শূন্যে উঠে যান বৃদ্ধ। প্রায় ১২ ফুট উপরে উঠে আবার মাটিতে পড়েন। আহতও হন। ষাঁড়টি আবার নিজের তালে এগিয়ে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
জানা গিয়েছে ষাঁড়ের গুঁতো খাওয়া ওই বৃদ্ধের নাম রামরাজ। তিনি ফজিলকার ব্যাঙ্ক কলোনিরই বাসিন্দা। তার মাথায় চোট লেগেছে। আঘাত লেগেছে হাতে এবং পায়েও। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে অভিমন্যু সিংহ নামের এক সাংবাদিকের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। উদ্বেগও প্রকাশ করেছেন অনেক। অনেকে আবার মজার মজার মন্তব্য করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ভয়ঙ্কর! আশা করি বৃদ্ধ ভাল আছেন। তবে ষাঁড়কে দেখে ও ভাবে লাঠি দেখানো উচিত হয়নি বৃদ্ধের।’’