Viral Video

মাঝসমুদ্রে দাউ দাউ করে জ্বলছে ৩০০ কোটির প্রমোদতরী! আকাশ ঢেকেছে কালো ধোঁয়ায়, ভাইরাল ভিডিয়ো

প্রমোদতরী আগুনে পোড়ার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সালভামেন্তো মারিতিমো’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ০৯:৪০
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

মাঝসমুদ্রে দাউ দাউ করে জ্বলছে ৩০০ কোটিরও বেশি মূল্যের প্রমোদতরী! কালো ধোঁয়ার কুণ্ডলী গিয়ে মিশছে আকাশে। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্য এসেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে স্পেনের ইবিজার কাছে। মাঝ ভূমধ্যসাগরে আগুন ধরে যায় ‘দ্য ভিঞ্চি’ নামের ওই প্রমোদতরীতে। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘দ্য ভিঞ্চি’ নামের ওই প্রমোদতরীতে চার যাত্রী, দু’জন ক্রু সদস্য এবং এক জন ক্যাপ্টেন ছিলেন। সকলকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে এক জন সামান্য আহত হয়েছেন বলে খবর। উদ্ধারকারী দল দ্রুত পদক্ষেপ করা সত্ত্বেও আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনা যায়নি। শেষমেশ পুড়়ে ছাই হয়ে যায় ৩০৬ কোটি মূল্যের প্রমোদতরীটি। তবে কী কারণে প্রমোদতরীতে আগুন ধরেছিল তা এখনও নিশ্চিত করা যায়নি।

ইবিজার মেরিটাইম ক্যাপ্টেন লুইস গ্যাসকন জানিয়েছেন, বুধবার সন্ধ্যা ৬:১৯ মিনিটে (স্থানীয় সময়) সেস স্যালাইনস ন্যাচারাল পার্কের কাছে ওই প্রমোদতরীটি ডুবে যায়। আগুনের সঠিক কারণ এখনও অজানা থাকলেও প্রমোদতরীর ইঞ্জিন রুম থেকে আগুন ছড়িয়েছে বলে জানা গেছে।

Advertisement

প্রমোদতরী আগুনে পোড়ার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সালভামেন্তো মারিতিমো’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। অনেকে উদ্বেগও প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘কী ভয়ঙ্কর! আমি এমন পরিস্থিতি কল্পনাও করতে চাই না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘৩০০ কোটির প্রমোদতরী পুড়ে গেল! মালিকের অবস্থা ভেবে খারাপ লাগছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement