ছবি: এক্স থেকে নেওয়া।
কখনও স্বল্পবসনা তরুণীর মেট্রোয় ওঠা, কখনও মেট্রোর ভিতরে যাত্রীদের সামনে তরুণ-তরুণীর ঘনিষ্ঠ হওয়া, কখনও বসার জায়গা নিয়ে মারামারি— দিল্লি মেট্রোর এমন নানা দৃশ্য প্রকাশ্যে এসেছে বার বার। এর জেরে বার বারই খবরের শিরোনামে এসেছে রাজধানীর মেট্রো। অদ্ভুত কাণ্ডের জেরে দিল্লির মেট্রো আবার খবরের শিরোনামে। এ বার মেট্রোর লাইনে সন্তানের প্রস্রাব করা নিয়ে তার বাবার সঙ্গে ঝামেলা বাধল এক যাত্রীর। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে দিল্লির ইন্দ্রলোক মেট্রো স্টেশনে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ইন্দ্রলোক মেট্রো স্টেশনের লাইনে প্রস্রাব করছে এক বালক। বালকের হাত ধরে আছেন তার বাবা। এমন সময় এক যাত্রী এসে ওই ব্যক্তি তেমনটা করতে বারণ করেন। অন্য এক যাত্রীও সেখানে উপস্থিত হন। নিন্দা করেন তিনিও। ক্যামেরাবন্দিও করেন সেই দৃশ্য। ওই বালকের বাবার আচরণকে ‘নির্লজ্জ’ এবং ‘অসভ্যতা’ বলেও মন্তব্য করেন। তাই নিয়েই বাগ্বিতণ্ডা শুরু হয় দু’পক্ষের মধ্যে। ওই যাত্রীকে বলতে শোনা যায়, ‘‘এঁদের কোনও লজ্জা নেই। ছেলেকে জনসমক্ষে প্রস্রাব করাচ্ছে। ইন্দ্রলোক মেট্রো স্টেশনের ঘটনা। সবাই এঁদের চিনে নিন।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘তাজ়া তমাচা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকেরা অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার ক্ষোভপ্রকাশও করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সত্যিই এঁদের লজ্জা নেই। কী ভাবে পারেন এঁরা? ভুল কাজ জেনেও কী ভাবে ছেলেকে উৎসাহিত করছেন? খারাপ অভিভাবকত্বের উজ্জ্বল উদাহরণ।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এই ধরনের মানুষেরাই সমাজে নোংরামি ছড়ান। এঁরাই আবার দেশ পরিষ্কার না রাখার জন্য সরকারকে দোষারোপ করবেন।’’