Bizarre Relationship

৩৩ বছরের বৌমার সঙ্গে ৬২-র শ্বশুরের গোপন প্রেম! জানাজানি হতেই শেষ হয় একাধিক সম্পর্ক, পরিণতি হয় ভয়ঙ্কর

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মার্ক গিবন নামে এক ব্যক্তি ২০২১ সালে তাঁরই পুত্রবধূ জেসমিন ওয়াইল্ডের সঙ্গে সম্পর্ক জড়ান। বিচ্ছেদ হয়ে যায় মার্ক-পুত্র অ্যালেক্স এবং জেসমিনের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৩:৪২
Share:

ছবি: সংগৃহীত।

সামাজিক রীতিনীতির ঊর্ধ্বে উঠে কিছু সম্পর্ক তৈরি হয়। সে সব সম্পর্কের কথা প্রকাশ্যে এলে মানুষ হতবাক হয়ে যান। প্রশ্ন ওঠে আমাদের মনে। সে রকমই এক সম্পর্কের কথা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। প্রকাশ্যে এসেছে সেই সম্পর্ক থেকে তৈরি হওয়া জটিলতা এবং সেই জটিলতা থেকে হওয়া অপরাধের কথাও। ঘটনাটি ঘটেছে আমেরিকায় ফ্লরিডায়। ৩৩ বছর বয়সি পুত্রবধূর সঙ্গে দু’বছর গোপনে প্রেম করার পর তাঁকে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে ৬২ বছর বয়সি শ্বশুরের বিরুদ্ধে। একে অপরের সঙ্গে জীবন কাটানোর জন্য দু’জনেই তাঁদের সঙ্গীকে ত্যাগ করেছিলেন। কিন্তু ইচ্ছাপত্র নিয়ে বিরোধ বাধে প্রেমে ডুবে থাকা শ্বশুর-বৌমার। এ পরেই নাকি বৌমাকে হত্যার চেষ্টা করেছিলেন শ্বশুর।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মার্ক গিবন নামে এক ব্যক্তি ২০২১ সালে তাঁরই পুত্রবধূ জেসমিন ওয়াইল্ডের সঙ্গে সম্পর্ক জড়ান। বিচ্ছেদ হয়ে যায় মার্ক-পুত্র অ্যালেক্স এবং জেসমিনের। মার্কও বৌমার জন্য স্ত্রীকে ছেড়েছিলেন।

গোপনেই প্রেম চালাচ্ছিলেন তাঁরা। পরিবারের সদস্যদেরও বিষয়টি জানতে দেননি সে ভাবে। তবে অ্যালেক্স বিষয়টি বুঝতে পেরে গিয়েছিলেন। এর পরই অ্যালেক্স এবং তাঁর বাবা মার্কের মধ্যে সম্পর্কের টানাপড়েন শুরু হয়। ফাটল ধরে পিতা-পুত্রের সম্পর্কে। এমনকি, মার্কের অভিযোগের ভিত্তিতে জেলেও যেতে হয় অ্যালেক্সকে।

Advertisement

এর মধ্যেই সম্প্রতি ডিজ়নি ওয়ার্ল্ডের কাছে একটি রিসর্টে ঘুরতে গিয়েছিলেন মার্ক এবং জেসমিন। সঙ্গে ছিল জেসমিনের ৯ বছর বয়সি কন্যা। জেসমিন জানতে পারেন, মার্কের ইচ্ছাপত্রে তাঁর নাম নেই। এ নিয়েই সুইমিং পুলের ধারে ঝামেলা বাধে যুগলের। অভিযোগ, তখনই মদ্যপ অবস্থায় জেসমিনকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করেন মার্ক। জেসমিনের কন্যা বাধা দিতে এলে তাঁকেও নাকি ধাক্কা দেওয়া হয়। অবশেষে জেসমিন সাহায্যের জন্য চিৎকার করলে দু’জন মহিলা পুলিশে খবর দেন। পুলিশ এসে গ্রেফতার করে মার্ককে।

খুনের চেষ্টার অভিযোগে মার্ককে গ্রেফতার করেছে পুলিশ। মার্ক নিজের দোষ স্বীকার করেছেন বলে খবর। তদন্তে নেমে বৌমার সঙ্গে তাঁর গোপন সম্পর্কের কথাও জানতে পারেন তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement