ছবি: ইনস্টাগ্রাম।
কুণ্ডলী পাকিয়ে বসে রয়েছে ভারতের ‘সবচেয়ে বিষাক্ত’ সাপ। প্রেশার কুকারের সিটির মতো আওয়াজ করে গর্জন করছে ঘন ঘন! ভয় ধরানো তেমনই একটি ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সাপের গর্জন দেখে সেটিকে ‘মৃত্যুর বাঁশি’ তকমাও দিয়েছেন নেটাগরিকেরা। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি রাস্তার মাঝখানে কী ভাবে কুণ্ডলী পাকিয়ে বসে রয়েছে একটি চন্দ্রবোড়া। প্রচণ্ড রেগে ফোঁস ফ়োঁস করে গর্জন করছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ফাঁকা রাস্তার মাঝখানে কুণ্ডলী পাকিয়ে বসে রয়েছে একটি বিষাক্ত চন্দ্রবোড়া। তার মাথা কুণ্ডলীর মাঝখানে ঢোকানো। রাগে ফোঁস ফোঁস করছে সে। শরীরও ফুলে ফুলে উঠছে। সাপের গর্জন শুনে মনে হচ্ছে যেন কোনও প্রেশার কুকারে সিটি পড়ছে বার বার। ভয় ধরানো সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ওয়াইল্ডসাতপুরা’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিস্ময়প্রকাশ করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘চন্দ্রবোড়া ভারতের সবথেকে বিষাক্ত সাপ! এর ছোবল খাওয়ার পর দ্রুত চিকিৎসা না করা হলে প্রাণ যাওয়া অবশ্যম্ভাবী।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এ যেন সাক্ষাৎ মৃত্যুর বাঁশি।’’