Plus Size Model

যে সব পুরুষ স্থূল চেহারা নিয়ে কটাক্ষ করেন, রাতে তাঁরাই... ‘প্লাস সাইজ়’ মডেলের দাবি ঘিরে হইচই নেটপাড়ায়

সমালোচকদের দিকে দৃষ্টি আকর্ষণ করে অলিভিয়া জানিয়েছেন, সমাজমাধ্যমে তাঁর ছবি এবং ভিডিয়োয় অনেক পুরুষ প্রায়ই খারাপ মন্তব্য করেন। কটাক্ষ করেন তাঁর শরীরী গঠন এবং স্থূল চেহারা নিয়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ১০:২৯
Share:

ছবি: সংগৃহীত।

এই ডিজিটাল যুগে ‘ট্রোলিং’ এবং শরীরের গঠন নিয়ে কটাক্ষ করার মতো ঘটনার কথা প্রায়ই শোনা যায়। বিশেষ করে স্থূল মানুষেরা ব্যঙ্গের শিকার হন বেশি। তবে এর মধ্যেই সেই প্রসঙ্গে এক চাঞ্চল্যকর দাবি করে হইচই ফেললেন কানাডার অন্টারিয়োর এক ‘প্লাস সাইজ়’ মডেল। অলিভিয়া মেসিনা নামে ওই মডেলের দাবি, স্থূল হওয়ার কারণে সমাজমাধ্যমে যে সব পুরুষেরা তাঁকে নিয়ে ব্যঙ্গ বা কটাক্ষ করেন, রাতের বেলা তাঁরাই তাঁকে ইঙ্গিতপূর্ণ প্রস্তাব পাঠান।

Advertisement

সম্প্রতি একটি ইনস্টাগ্রাম ভিডিয়োতে ২৪ বছর বয়সি অলিভিয়া সেই কথা জানিয়েছেন। স্বল্পবসনে স্যান্ডউইচ খেতে খেতে ওই ভিডিয়োয় তাঁকে প্রশ্ন করতে দেখা গিয়েছে, ‘‘যে মহিলারা আকর্ষণীয় নন বলে মনে করেন, তাঁদের নিয়ে আপনারা কেন এত ভাবেন? তাঁরা কী ভাবে আপনার ফিডে আসেন!’’

এর পর সমালোচকদের দিকে দৃষ্টি আকর্ষণ করে অলিভিয়া জানিয়েছেন, সমাজমাধ্যমে তাঁর ছবি এবং ভিডিয়োয় অনেক পুরুষ প্রায়ই খারাপ মন্তব্য করেন। কটাক্ষ করেন তাঁর শরীরী গঠন এবং স্থূল চেহারা নিয়ে। যদিও তিনি তা নিয়ে একেবারেই বিচলিত হন না। ‘ধন্যবাদ’ এবং ‘স্বাগত’ বলে সমালোচকদের মুখ বন্ধ করেন। তখন নাকি সুর বদলে সমালোচক পুরুষেরা তাঁর সঙ্গে আবার প্রেমালাপের চেষ্টা করেন।

Advertisement

মডেল দাবি করেছেন, তাঁকে নিয়ে যে সব পুরুষ কটু মন্তব্য করেন, তাঁদের বেশির ভাগই বিবাহিত। তাঁদের প্রোফাইল ছবিতে স্ত্রী এবং সন্তানদেরও দেখা যায়। অথচ এই পুরুষেরাই রাতের বেলা তাঁকে ইঙ্গিতপূর্ণ মেসেজ পাঠান বলে দাবি করেছেন অলিভিয়া। অলিভিয়ার প্রশ্ন, ‘‘যদি আমার শরীর কারও ভাল না লাগে, তা হলে কেন তিনি সেই শরীর বার বার দেখতে চান?’’

অলিভিয়ার সেই পোস্টের পর সমাজমাধ্যমে আলোড়ন পড়েছে। মডেলের সমর্থনে এগিয়ে এসেছেন তাঁর অনুরাগীরা। ‘দ্বিচারী’ সমালোচকদের মুখোশ খুলে দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদও জানিয়েছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আমার মনে হয় তুমি খুব আকর্ষণীয়। সমালোচকদের মুখ এ ভাবেই বন্ধ করতে থেকো ভবিষ্যতেও। আমার শুভেচ্ছা রইল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement