Bizarre Incident

স্ত্রীর গর্ভে প্রাক্তন প্রেমিকের সন্তান! বিয়ের আগের রাতেও সঙ্গম সেই প্রেমিকের সঙ্গে, সত্যি জেনে হতবাক যুবক

বিষয়টি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসার পর পরই নেটাগরিকদের মধ্যে হইচই পড়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ০৭:৫৪
Share:

—প্রতীকী ছবি।

সদ্য বিয়ে করা স্ত্রীর গর্ভে প্রাক্তন প্রেমিকের সন্তান। বিয়ের ঠিক আগের রাতেই সেই প্রেমিকের সঙ্গে সঙ্গম করেছিলেন স্ত্রী। জানতে পেরে মন ভাঙল যুবকের। ওই যুবকের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ দাবি করে এক জন সম্প্রতি সেই ঘটনার কথা সমাজমাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন। বিষয়টি নিয়ে ব্যাপক হইচইও পড়েছে। তৈরি হয়েছে বিতর্ক।

Advertisement

ওই মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ তথা সম্পর্ক বিশেষজ্ঞ সমাজমাধ্যমে পোস্ট করে দাবি করেছেন, তাঁর কাছে চিকিৎসা করাতে আসা এক যুবক বৈবাহিক সম্পর্ক নিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। যুবক তাঁকে জানিয়েছিলেন যে, বিয়ের কয়েক দিন আগে পর্যন্ত তাঁর সঙ্গে প্রতারণা করেছিলেন তাঁর স্ত্রী। বিয়ের আগের রাতে প্রাক্তন প্রেমিকের সঙ্গে সঙ্গমও করেছিলেন। এর ফলে স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তাঁর শ্বশুর-শাশুড়ি বিষয়টি জানা সত্ত্বেও তাঁকে কিছু জানাননি। বিয়ের পাঁচ মাস পর বিষয়টি প্রকাশ্যে আসে। এর পরেই সত্যি জেনে ভেঙে পড়েন তিনি।

নিজেকে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বলে দাবি করা ওই ইনস্টা ব্যবহারকারী সমাজমাধ্যমে জানিয়েছেন, অনলাইন ঘটকালি সংস্থার মাধ্যমে মাস ছয়েক আগে বিয়ে হয়েছিল তাঁর কাছে চিকিৎসা করাতে আসা ওই যুবকের। তবে বিয়ের আগে হবু স্ত্রী বা তাঁর পরিবারের বিষয়ে বিশেষ খোঁজখবর নেননি যুবক। বিয়ে ঠিক হওয়ার এক মাসের মধ্যেই বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। কিন্তু বিয়ের মাসখানেকের মধ্যেই যুবকের স্ত্রী জানান তিনি অন্তঃসত্ত্বা। উচ্ছ্বসিত হয়ে পড়েন যুবক। তার পর থেকে সব কিছু ভালই চলছিল। কিন্তু বিয়ের চার-পাঁচ মাস পর এক অপরিচিত তরুণ ওই যুবককে ফোন করেন। তাঁর স্ত্রীর প্রাক্তন প্রেমিক হিসাবে পরিচয় দিয়ে দেখাও করতে বলেন।

Advertisement

এর পর কৌতূহলের বশে স্ত্রীর প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যুবক। আর সেখানে গিয়ে হতবাক হয়ে যান তিনি। মন ভাঙে তাঁর। স্ত্রীর প্রেমিক হিসাবে পরিচয় দেওয়া তরুণ জানান, বিয়ের ঠিক আগের রাতে তাঁর সঙ্গে সঙ্গম করেছিলেন যুবকের স্ত্রী। যুবকের স্ত্রীর গর্ভে যে সন্তান রয়েছে তা তাঁর বলেও দাবি করেন তরুণ।

স্ত্রীর প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখা করার পর স্ত্রী এবং শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেন যুবক। কথা বলে জানতে পারেন, তাঁর শ্বশুর-শাশুড়ি আগে থেকেই জানতেন বিষয়টি, কিন্তু মুখ বন্ধ রেখেছিলেন। যদিও তাঁর স্ত্রী দাবি করেন, বিয়ের আগের রাতে প্রাক্তন প্রেমিকের সঙ্গে সঙ্গমের বিষয়টি সত্যি হলেও তাঁর গর্ভে স্বামীরই সন্তান রয়েছে। যদিও সব শুনে মানসিক ভাবে ভেঙে পড়েন যুবক। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের দ্বারস্থ হন তিনি। যুবকের চিকিৎসক বলে পরিচয় দেওয়া এক জনই পুরো বিষয়টি প্রকাশ্যে এনেছেন।

বিষয়টি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসার পর পরই নেটাগরিকদের মধ্যে হইচই পড়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। ভাইরাল পোস্ট দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘পুরো পরিবার মিলে একটি ছেলের জীবন নষ্ট করেছে। এদের কখনও ভাল হবে না। যুবকের জন্য খারাপ লাগছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘যুবকের উচিত সম্পর্ক থেকে বেরিয়ে আসা এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement