ছবি: ইনস্টাগ্রাম।
শোয়ার ঘরে বিছানা থেকে তোশক তুলতেই কিলবিল করতে করতে বেরিয়ে এল ডজন ডজন সাপ! তবে ভয় পেলেন না তরুণী। সাপগুলিকে সরিয়ে বিছানা পরিষ্কার করলেন পরিপাটি করে। সাপগুলি যাতে আরাম করে থাকতে পারে আবার তার ব্যবস্থা করে দিলেন। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে চিনে। যদিও সেই ঘটনা কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। সেই ভিডিয়োর সত্যতাও যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি মাঝারি মাপের ঘরের মধ্যে দু’টি ছোট বিছানা পাতা। এক তরুণী ধীরে ধীরে সেই ঘরে ঢোকেন। ঢুকেই একটি বিছানার তোশক টান মেরে তুলে দেন তিনি। সঙ্গে সঙ্গে তোশকের নীচ থেকে কিলবিল করে বেরিয়ে আসে অনেকগুলি সাপ। তবে সাপগুলির বিন্দুমাত্র তোয়াক্কা না করে বিছানা পরিষ্কার করতে শুরু করেন তরুণী। বিছানার খোপ থেকে নোংরা পরিষ্কার করতে থাকেন। অন্য দিকে, সাপগুলিকে ঘরের চারদিকে ঘুরে বেড়াতে দেখা যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘স্পোর্টস.জেএক্স.চায়না’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। মজার মজার মন্তব্যও করেছেন অনেকে। তবে নেটাগরিক অনেকের দাবি, ঘটনাটি চিনের এবং চিনে অনেকেই এ ভাবে সাপ চাষ করেন। সাপের থাকার জন্যই ওই ভাবে খোপ খোপ বিছানাগুলি তৈরি করা হয়। ওই ঘরের মধ্যে থাকা সাপগুলি নির্বিষ বলেও দাবি করেছেন নেটাগরিকদের অনেকে।