Viral Video

উত্তরকাশীর হড়পা বানে ঘূর্ণির মতো ঘুরতে ঘুরতে যাত্রীদের নিয়েই ভেসে গেল গাড়ি! ভাইরাল ভয়ঙ্কর ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মঙ্গলবার মেঘভাঙা বৃষ্টির ফলে সৃষ্ট হড়পা বানে আটকে পড়ে যাত্রিবাহী একটি গাড়ি। যাত্রীদের নিয়ে জলের তোড়ে গাড়িটিকে ভেসে যেতেও দেখা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ১১:১৩
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

মেঘভাঙা বৃষ্টির কারণে নেমে আসা হড়পা বানে উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধরালী গ্রাম ভেসে গিয়েছে। জলকাদায় ডুবেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। অনেক বাড়ি ভেসেও গিয়েছে। নিখোঁজ বহু মানুষ। প্রশাসনের তরফে ইতিমধ্যেই জোরকদমে উদ্ধারকাজ শুরু হয়েছে। সেই আবহেই উত্তরকাশী থেকে প্রকাশ্যে আসা একটি মর্মান্তিক ভিডিয়ো হইচই ফেলেছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে হড়পা বানে ভেসে যাচ্ছে একটি যাত্রীবোঝাই গাড়ি। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মঙ্গলবার মেঘভাঙা বৃষ্টির ফলে সৃষ্ট হড়পা বানে আটকে পড়েছে যাত্রিবাহী একটি গাড়ি। যাত্রীদের নিয়ে জলের তোড়ে ভেসে যাচ্ছে গাড়িটি। জলের মধ্যে গাড়িটি ঘুরতে ঘুরতে ভেসে যাচ্ছে। উঁচু জায়গায় দাঁড়িয়ে থাকা কয়েক জন স্থানীয় গাড়িটি দেখে চিৎকার করে ওঠেন। এক জনকে বলতে শোনা যায়, ‘‘ওই দেখো গাড়িটা কী ভাবে ভেসে যাচ্ছে। ওর মধ্যে মানুষ রয়েছে।’’ এর পরেই জলের তোড়ে গাড়িটিকে ভেসে যেতে দেখা যায়। শীঘ্রই নজরের আড়ালে চলে যায় গাড়িটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘যশ তিওয়ারি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। অনেকে দুঃখও প্রকাশ করেছেন।

Advertisement

মঙ্গলবার দুপুর দুটো নাগাদ উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধরালী গ্রামে আচমকা নেমে আসা হড়পা বানে গ্রামের একটা বড় অংশ ভেসে যায়। সেই ঘটনায় কমপক্ষে চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ অন্তত ৫০ জন। প্রায় তিন ডজন বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। ভেসে গিয়েছে দোকানপাট, বহু গাড়ি। ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরকাশী-হর্ষিল সড়কে ধস নেমেছে। ফলে ওই সড়কে বেশ কয়েকটি অংশ বন্ধ। প্রভাব পড়েছে যোগাযোগ ব্যবস্থার উপর। বৃষ্টি মাথায় নিয়ে রাস্তা পরিষ্কারের কাজ করছে স্থানীয় প্রশাসন। রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ করছে। সঙ্গে রয়েছে ভারতীয় সেনা এবং ইন্দো-তিব্বত সীমান্ত রক্ষী বাহিনী। দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে আনার জন্য চারটি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারগুলিকে কাজে লাগানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সেনার এক উচ্চপদস্থ কর্তা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement