Viral Video

ট্রেনের টিকিট দেখতে চাওয়ায় পালাচ্ছিলেন, ধরে ফেলতে পাল্টা চিৎকার-কান্নাকাটি তরুণীর, ভাইরাল ভিডিয়োয় হইচই

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঠাণে রেলস্টেশনের ফুটব্রিজ দিয়ে যাওয়ার সময় এক তরুণীকে টিকিট দেখাতে বলেন টিকিট পরীক্ষক। অভিযোগ, টিকিট পরীক্ষককে এড়িয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ১৬:০৪
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

টিকিট ছাড়া ভ্রমণ করছিলেন। টিকিট পরীক্ষক এসে ধরতেই উল্টে চোটপাট করলেন তরুণী। বেগতিক দেখে চেঁচামেচি-কান্নাকাটিও করলেন। সম্প্রতি তেমনই একটি ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঠাণে রেলস্টেশনে। ভাইরাল হয়েছে সেই ঘটনার ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঠাণে রেলস্টেশনের ফুটব্রিজ দিয়ে যাওয়ার সময় এক তরুণীকে টিকিট দেখাতে বলেন টিকিট পরীক্ষক। অভিযোগ, টিকিট পরীক্ষককে এড়িয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করেন তিনি। কিন্তু টিকিট পরীক্ষক তাঁকে ধরে ফেলেন। আরপিএফও চলে আসে ঘটনাস্থলে। তখনই রেল আধিকারিকদের সঙ্গে বচসা বাধে ওই তরুণীর। চিৎকার-চেঁচামেচি শুরু করেন তিনি। টাকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়ার আর্জি জানান। কিন্তু টিকিট পরীক্ষক রাজি না হলে তরুণীর চিৎকারের মাত্রা বাড়ে। তর্ক করতে শুরু করেন তিনি। শুরু হয় কান্নাকাটিও। তাঁদের ‌ঘিরে যাত্রীদের ভিড় জমে যায়।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ধোপদুরস্ত জামা-প্যান্ট পরে ফুটব্রিজে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। তাঁর সামনে দাঁড়িয়ে দু’জন টিকিট পরীক্ষক। রেলপুলিশের এক জন কর্মীও রয়েছেন ঘটনাস্থলে। পাগড়ি পরা এক ব্যক্তিও রয়েছেন। তাঁদের মধ্যে এক জন তরুণীর হাতের ব্যাগ নিয়ে নেন। এর পরেই চিৎকার করে ওই তরুণীকে বলতে শোনা যায়, ‘‘আমি পালাচ্ছিলাম না। আমার তাড়াহুড়ো রয়েছে। আমাকে দেখে আপনারা বুঝতে পারছেন না?’’ টিকিট দেখাতে বলা হলে তিনি আরও চিৎকার করে বলেন, ‘‘আমাকে আপনার কিউআর কোড দিন। তাড়াতাড়ি যেতে হবে।’’ কিন্তু টিকিট পরীক্ষকেরা রাজি না হলে তিনি কাঁদতে কাঁদতে চিৎকার করতে শুরু করেন। রেল আধিকারিকদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও তোলেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। তবে ওই তরুণীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কি না তা নিশ্চিত করা যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘এনসিএমইন্ডিয়া’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমন অনেকেই আবার তরুণীর আচরণের নিন্দা করে সরব হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement