Viral Video

ঝামেলার সময় জড়িয়ে ধরলেন প্রেমিকা, তিনতলা থেকে রেলিং ভেঙে একসঙ্গে নীচে পড়লেন যুগল! মর্মান্তিক ভিডিয়ো ভাইরাল

যুগল পড়ে যাওয়ার পরে স্থানীয়েরা সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যান। মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থাতে মৃত্যু হয় এমিলির। হেনরির চিকিৎসা চলছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ১৪:৫৬
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

বাড়ির বাইরের বারান্দায় দাঁড়িয়ে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন যুগল। ঝামেলার মধ্যে তিনতলা থেকে নীচে পড়ে গেলেন তাঁরা। মর্মান্তিক সেই ঘটনায় মৃত্যু হয়েছে ২১ বছর বয়সি প্রেমিকার। ২৭ বছর বয়সি প্রেমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে পেরুতে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এমিলি ফিওরেলা মেগো ডিয়াজ নামে তরুণীর সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি গিয়েছিলেন ২৭ বছর বয়সি প্রেমিক হেনরি ম্যানুয়েল ডেল আগুইলা ম্যাসেডো। কিন্তু দেখা হওয়ার পর কোনও বিষয় নিয়ে দু’জনের মধ্যে ঝামেলা বাধে। বাগ্‌বিতণ্ডা চরমে পৌঁছোলে রেগে ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসেন হেনরি। তাঁকে থামাতে তাঁর পিছু পিছু দৌড়ন এমিলিও। দৌড়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরেন প্রেমিককে। কিন্তু গতির কারণে তিনতলার বারান্দার রেলিংয়ে ধাক্কা খান দু’জনেই। রেলিং ভাঙা থাকায় দু’জনেই নীচে পড়ে যান। দৃশ্যটি ঘরের বাইরে থাকা সিসিক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, যুগল পড়ে যাওয়ার পরে স্থানীয়েরা সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যান। মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থাতে মৃত্যু হয় এমিলির। হেনরি চিকিৎসা চলছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

যুগলের দোতলা থেকে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘র‍্যান্ডি কোরেয়া’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। দুঃখপ্রকাশ করেছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement