Viral Video

খালি হাতে প্রকাণ্ড সাপ ধরলেন, গলায় মাফলারের মতো জড়ালেন ৭০-এর বৃদ্ধা, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

পুণের মুলশি এলাকার কাসার অম্বোলি গ্রামের বাসিন্দা ৭০ বছর বয়সি ওই বৃদ্ধার নাম শকুন্তলা সুতার। একটি নির্বিষ সাপ সম্প্রতি তাঁর বাড়িতে প্রবেশ করে। সাহসিকতা দেখিয়ে খালি হাতে সাপটিকে ধরে ফেলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ১২:৩৭
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

বাড়ির উঠোনে লুকিয়ে ছিল প্রকাণ্ড সাপ। ভয়ঙ্কর সরীসৃপকে খালি হতে ধরে মাফলারের মতো গলায় জড়ালেন ৭০ বছরের বৃদ্ধা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুণের মুলশি এলাকার কাসার অম্বোলি গ্রামের বাসিন্দা ৭০ বছর বয়সি ওই বৃদ্ধার নাম শকুন্তলা সুতার। একটি নির্বিষ সাপ সম্প্রতি তাঁর বাড়িতে প্রবেশ করে। সাহসিকতা দেখিয়ে খালি হাতে সাপটিকে ধরে ফেলেন তিনি। এর পর গলায় জড়িয়ে নেন সাপটিকে। নির্বিষ সাপটিকে নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্যই তিনি ওই কাণ্ড ঘটিয়েছিলেন বলে জানিয়েছেন শকুন্তলা।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির উঠোনে একটি কাঠবোর্ডের পিছনে লুকিয়ে রয়েছে বিশালাকার একটি সাপ। বাড়ির সদস্যা এক বৃদ্ধা কাঠবোর্ডের পিছন থেকে খালি হাতে টান দিয়ে সাপটিকে বাইরে বার করে আনেন। এর পর সাপটির মাথা এক হাতে এবং লেজ এক হাতে ধরে শূন্যে তুলে ধরেন সরীসৃপটিকে। ক্যামেরার সামনে তাকিয়ে সাপটিকে মাফলারের মতো গলায় জড়িয়ে ফেলেন। বৃদ্ধার কেরামতি দেখে থ হয়ে যান ঘটনাস্থলে উপস্থিত মানুষজন। তবে বৃদ্ধার চোখেমুখে ভয়ের লেশ অবধি দেখা যায়নি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘সত্যাগ্রহ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার উদ্বেগ প্রকাশ করেছেন। বৃদ্ধার সাহসিকতার প্রশংসাও করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘বৃদ্ধার সাহসিকতাকে কুর্নিশ। কিন্তু সাপ নিয়ে এ ভাবে কেরামতি দেখানোর আগে দশ বার ভাবা উচিত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement