Viral Video

মাঝ-আকাশে বিপর্যয়, গোত্তা খেয়ে গল্‌ফ কোর্সে আছড়ে পড়ল যাত্রিবাহী বিমান, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

রবিবার দুপুর ২টো নাগাদ অস্ট্রেলিয়ার সিডনির মোনা ভেল গল্‌ফ কোর্সে ঘটেছে ঘটনাটি। যদিও বিমানে থাকা দুই যাত্রীই বেঁচে গিয়েছেন অলৌকিক ভাবে। সামান্য চোট পেয়েছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৫ ১৪:২২
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

অস্ট্রেলিয়ায় বিমান দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গোত্তা খেয়ে গল্‌ফ কোর্সে ভেঙে পড়ল একটি যাত্রিবাহী পাইপার চেরোকি বিমান। রবিবার দুপুর ২টো নাগাদ অস্ট্রেলিয়ার সিডনির মোনা ভেল গল্‌ফ কোর্সে ঘটেছে ঘটনাটি। যদিও বিমানে থাকা দুই যাত্রীই বেঁচে গিয়েছেন অলৌকিক ভাবে। সামান্য চোট পেয়েছেন তাঁরা। সেই দুর্ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিয়ন্ত্রণ হারিয়ে ওই গল্‌ফ কোর্সে জরুরি অবতরণ করাতে হয় বিমানটিকে। তখনই দুর্ঘটনা ঘটে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে নীচের দিকে নেমে আসছে একটি একক ইঞ্জিনের যাত্রিবাহী বিমান। এক দিকে হেলে পড়েছে সেটি। এর পর গোত্তা খেয়ে সশব্দে একটি গল্‌ফ কোর্সে আছড়ে পড়ে সেটি। মাটিতে ছেঁচড়ে অনেকটা এগিয়ে থেমে যায়। সঙ্গে সঙ্গে আশপাশে থাকা লোকজন ঘটনাস্থলের দিকে ছুটে যান। বিমানে থাকা যাত্রীদের উদ্ধারের চেষ্টা করেন তাঁরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানে থাকা দুই যাত্রীই প্রাণে বেঁচে গিয়েছেন। সামান্য চোট পেয়েছেন তাঁরা। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আরটি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। অনেকে উদ্বেগও প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভয়ঙ্কর! বরাতজোরে বেঁচে গিয়েছেন যাত্রীরা। ভাগ্যিস আগুন ধরে যায়নি।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এই জন্যই বিমানে চড়তে ভয় লাগে। মাঝ-আকাশে কখন কী ঘটে যায়, কে বলতে পারে?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement