Viral Video

দোকানের বাইরে ধুন্ধুমার! একে অপরকে গালিগালাজ, মার, ইট ছোড়াছুড়ি এক পুরুষ এবং মহিলার, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি চায়ের দোকানের বাইরে ধুন্ধুমার লেগেছে মাঝবয়সি এক পুরুষ এবং মহিলার মধ্যে। মহিলার পরনে হলুদ শালোয়ার-কামিজ। মাঝবয়সি পুরুষটি পরে রয়েছেন ঘিয়ে রঙের পাঞ্জাবি-পাজামা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৫:২৩
Share:

মাঝবয়সি পুরুষ এবং মহিলার মধ্যে ধুন্ধুমার। ছবি: এক্স থেকে নেওয়া।

একে অপরকে ধরে চড়-কিল-লাথি-ঘুষি। মধ্যপ্রদেশের রেওয়ায় একটি চায়ের দোকানের বাইরে এ ভাবেই মারপিট করতে দেখা গেল এক মাঝবয়সি পুরুষ এবং মহিলাকে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভি়ডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি চায়ের দোকানের বাইরে ধুন্ধুমার লেগেছে মাঝবয়সি এক পুরুষ এবং মহিলার মধ্যে। মহিলার পরনে হলুদ শালোয়ার-কামিজ। মাঝবয়সি পুরুষটি পরে রয়েছেন ঘিয়ে রঙের পাঞ্জাবি-পাজামা। একে অপরকে গালিগালাজ করছেন তাঁরা। এর পর মহিলাকে ধাক্কা মেরে ফুটপাতে ফেলে দেন প্রৌঢ়। চড়ও মারেন। মহিলাও হাতে একটি ইট তুলে নেন। ছুড়েও মারেন। কোনও রকমে আঘাত থেকে বাঁচেন প্রৌঢ়। এর পর আবার মারপিট শুরু হয়। স্থানীয় কয়েক জন তাঁদের থামানোর চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। মারধর চলতেই থাকে। মাঝবয়সি পুরুষটিকে ‘চৌবে’ নামে সম্বোধন করতে শোনা যায় স্থানীয়দের। যদিও কী নিয়ে দু’জনের মধ্যে ঝামেলা, তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট হয়নি।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন ২৫ সেকেন্ডের সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিস্ময় প্রকাশ করেছেন। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘বাস্তবের ডব্লুডব্লুই। চৌবেজি মনে হয় মার্শাল আর্টের ভক্ত।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘লজ্জা করে না এ ভাবে মারপিট করতে। ধরে পুলিশে দেওয়া উচিত দু’জনকেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement