ছবি: এক্স থেকে নেওয়া।
জঙ্গলে বন্যপ্রাণের ছবি তুলছিলেন চিত্রগ্রাহক। হঠাৎ চুপিসারে তাঁর দিকে এগিয়ে গেল একটি চিতা! তার পর কী হল? সেই চাঞ্চল্যকর ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে ছবি তুলছেন এক বন্যপ্রাণ চিত্রগ্রাহক। ক্যামেরা তাক করা ছিল একটি চিতার দিকে। এমন সময় চিতাটি হঠাৎই দ্রুত গতিতে তাঁর দিকে এগিয়ে গেল। তবে অদ্ভুত ভাবে যুবক চিত্রগ্রাহককে আক্রমণ করার বদলে তাঁর কোলের কাছে এগিয়ে গেল চিতাটি। আদর করতে থাকল যুবককে। যুবকও চিতাটিকে আলতো ভাবে আদর করলেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নেচার ইজ় অ্যামেজিং’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লক্ষাধিক বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়ো দেখার পর লিখেছেন, ‘‘বন্যপ্রাণীরাও যে মানুষকে ভালবাসতে পারে, এই ভিডিয়ো তারই নিদর্শন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ভাল আচরণ করলে হিংস্র প্রাণীও ভালবাসা ফেরত দেয়।’’