ছবি: এক্স থেকে নেওয়া।
মুখে মাস্ক পরে চলন্ত ট্রেনের শৌচালয় থেকে বেরোলেন এক তরুণ। কয়েক সেকেন্ডের ব্যবধান। ওই একই শৌচালয় থেকে বেরিয়ে এলেন এক তরুণীও! বোঝাই গেল একই সঙ্গে শৌচালয়ে ঢুকেছিলেন তাঁরা। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি হইচই ফেলেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। বিতর্কেরও জন্ম দিয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ট্রেনের শৌচালয় থেকে বেরোচ্ছেন এক তরুণ। তাঁর পরনে জামা এবং জিন্স। মুখে মাস্ক। শৌচালয় থেকে বেরিয়েই কামরার দিকে চলে যান তিনি। কয়েক মুহূর্ত পরে ওই শৌচালয়ের দরজা আবার খোলে। ভিতর থেকে বেরিয়ে আসেন এক তরুণী। এ দিক-ও দিক দেখে তিনিও কামরার দিকে চলে যান। শৌচালয়ের বাইরে থাকা এক যাত্রী পুরো বিষয়টি ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ভয়েস অফ হিন্দুস’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নিন্দার ঝড় উঠেছে। তৈরি হয়েছে বিতর্ক। যুগলের আচরণকে অশালীন তকমা দিয়েছেন নেটাগরিকদের একাংশ। রেল কর্তৃপক্ষের কাছে ওই তরুণ-তরুণীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘লজ্জাজনক! ভারতীয় রেল কি এখন ওয়ো হয়ে গিয়েছে?’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘অশালীন আচরণ। লজ্জা হওয়া উচিত যুগলের। এঁদের খুঁজে বার করে শাস্তি দেওয়া হোক।’’