Wedding Viral Video

বিয়ের দিন ঠোঁটে ঠোঁট রেখে মুহূর্ত ক্যামেরাবন্দি করলেন যুগল, জ্ঞানগর্ভ পরামর্শ দিল নেটপাড়া! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কেহ কে পেহেনো’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটাগরিকেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৮
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

বিয়ের সময় ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ক্যামেরাবন্দি করিয়েছেন যুগল। তাঁদের চুম্বনরত সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতেই হইচই পড়ল নেটপাড়ায়। উঠল সমালোচনার ঝড়। বিতর্কও তৈরি হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের পোশাকে বিলাসবহুল একটি বাড়ির জানলার ধারে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ এবং এক তরুণী। যুগলের পোশাক দেখে মনে হচ্ছে তাঁরা অবাঙালি। একে অপরের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খাচ্ছেন তাঁরা। চুমু খেতে খেতে ডুবেছেন ভালবাসার সাগরে। আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছেন কয়েক জন চিত্রগ্রাহক। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কেহ কে পেহেনো’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিরক্তি প্রকাশ করেছেন। যুগলের সমর্থনেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সবই কি ক্যামেরাবন্দি করে রাখতে হবে? এ বার তো মানুষ মধুচন্দ্রিমার মুহূর্তও ক্যামেরাবন্দি করতে শুরু করবে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘আমি জানি না ভিডিয়ো দেখে কেন মানুষ এতে রেগে যাচ্ছেন! এটা ওঁদের নিজস্ব জীবন, নিজস্ব পছন্দ। একে অপরকে ভালবাসে, তাই ও রকম ভাবে ছবি-ভিডিয়ো তুলিয়েছে। অন্য কেউ কেন নীতিপুলিশি করবেন?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement