Uttar Pradesh

চা করা নিয়ে স্বামীর সঙ্গে মারামারি, রাগে গঙ্গায় ঝাঁপ বধূর! মন পরিবর্তন হতেই পড়লেন কুমিরের খপ্পরে, তার পর...

কানপুরের আহিরওয়ানের বাসিন্দা ওই বধূর নাম মালতী। তাঁর স্বামী সুরেশ প্রায়শই নাকি কোনও না কোনও বিষয় নিয়ে তাঁর সঙ্গে ঝগড়া করতেন। গত শনিবার রাতে তেমনই বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন দম্পতি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৩
Share:

ছবি: সংগৃহীত।

চা করা নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল। সেখান থেকে মারামারি। রাগে নিজেকে শেষ করে দিতে গিয়েছিলেন বধূ। গঙ্গায় ঝাঁপও দিয়েছিলেন। জলে ঝাঁপ দিয়েই বাঁচার ইচ্ছা হল ‘অনুতপ্ত’ বধূর। কিন্তু পড়লেন কুমিরের খপ্পরে! চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। সে রাজ্য জুড়ে হইচই ফেলেছে ঘটনাটি। আলোড়ন পড়েছে সমাজমাধ্যমেও।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কানপুরের আহিরওয়ানের বাসিন্দা ওই বধূর নাম মালতী। তাঁর স্বামী সুরেশ প্রায়শই নাকি কোনও না কোনও বিষয় নিয়ে তাঁর সঙ্গে ঝগড়া করতেন। গত শনিবার রাতে তেমনই বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন দম্পতি। সুরেশ তার স্ত্রীকে চা বানাতে বলেছিলেন। কিন্তু মালতী রাজি হননি। সুরেশকেই চা বানিয়ে নিতে বলেন। ঝামেলা বাধে তাঁদের মধ্যে। শীঘ্রই তাঁদের ঝগড়া হাতাহাতিতে পরিণত হয়।

খবর, সুরেশের সঙ্গে ঝগড়াঝাঁটি করে ঘর ছেড়ে চলে যান মালতী। রাগের মাথায় আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন। গঙ্গায় ঝাঁপ দিতে মালতীর জাজমৌয়ে একটি সেতুতে পৌঁছোন। নদীতে ঝাঁপও দেন। কিন্তু নদীতে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গেই মন বদলায় মালতীর। সাঁতার কেটে তীরে ফেরার চেষ্টা করেন তিনি। কিন্তু সেই সময়ই একটি বিশাল কুমিরের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তাঁর দিকে তেড়ে যায় ভয়ঙ্কর প্রাণীটি। বিপদ বুঝে মালতী তাড়াতাড়ি সাঁতরে নদী লাগোয়া একটি গাছে উঠে পড়েন।

Advertisement

জানা গিয়েছে, সারা রাত গাছেই কাটান মালতী। আর গাছের নীচে অপেক্ষা করতে থাকে সেই কুমির। এর পর ভোরবেলা পাশের গ্রামের বাসিন্দাদের গঙ্গার তীর দিয়ে যেতে দেখে সাহায্যের ডাক দেন মালতী। গ্রামবাসীরা তাঁকে দেখে হতবাক হয়ে যান। মালতী কাঁদতে কাঁদতে পুরো ঘটনাটি জানালে গ্রামবাসীরা তৎক্ষণাৎ পুলিশে খবর দেন। সদলবলে ঘটনাস্থলে পৌঁছোন জাজমৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক বিনয় যাদব। নিরাপদে নামিয়ে আনা হয় মালতীকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement