Viral Video

শুয়ে ফোন ঘাঁটছিলেন যুবক, চুপি চুপি ঢুকে পোষ্যকে টেনে নিয়ে গেল চিতাবাঘ! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতে তিন দিক খোলা একটি ছাউনির নীচে শুয়েছিলেন এক যুবক। খাটের উপরে শুয়ে ফোন দেখছিলেন তিনি। মেঝেয় বিশ্রাম নিচ্ছিল তাঁর পোষ্য কুকুর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ০৮:০৯
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

ছাউনির মধ্যে শুয়ে ফোন ঘাঁটছিলেন যুবক। নীচে শুয়ে ছিল পোষ্য কুকুর। হঠাৎই কুকুরটির উপর হামলা করল একটি চিতাবাঘ! যুবক টের পাওয়ার আগেই বিদ্যুৎগতিতে তাঁর পোষ্যকে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করল ভয়ঙ্কর প্রাণীটি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে পুণেতে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতে তিন দিক খোলা একটি ছাউনির নীচে শুয়ে ছিলেন এক যুবক। খাটের উপরে শুয়ে ফোন দেখছিলেন তিনি। মেঝেয় বিশ্রাম নিচ্ছিল তাঁর পোষ্য কুকুর। এমন সময় সেখানে হানা দেয় একটি চিতাবাঘ। নিশ্চুপে কুকুরটির কাছে যায় সে। তত ক্ষণ পর্যন্ত যুবক কিছু টের পাননি। এর পর এক ঝটকায় কুকুরের ঘাড় কামড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে। চিতাবাঘটি কুকুরকে নিয়ে চলে যাওয়ার সময় যুবক বিছানায় উঠে বসেন। পুরো ঘটনাটি ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার ভোর সাড়ে ৩টের দিকে পুণের দেগাঁও গ্রামে ঘটনাটি ঘটেছে। ভিডিয়োয় যে যুবককে দেখা গিয়েছে, তাঁর নাম জয়ানন্দ কালে। পোষ্যকে নিয়ে চিতাবাঘটি পালানোর সময় তিনি উঠে পড়ে চিৎকার শুরু করেন। ফলে কুকুরটিকে ফেলে পালায় চিতাবাঘটি। নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায় কুকুরটিও। এর পরেই ওই যুবক এবং দেগাঁওয়ের স্থানীয়রা বন বিভাগকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন বলে খবর।

Advertisement

ওই ঘটনার ভিডিয়োটি বুধবার সকালে ‘পুণে ফার্স্ট’ নামে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। তবে সেই ভিডিয়ো দেখে স্পষ্ট যে সেটি সংবাদমাধ্যম ‘বিবিসি নিউজ় মারাঠি’র থেকে নেওয়া। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement