সিংহীর হরিণ শিকার। ছবি: ইনস্টাগ্রাম।
ঝোপের বাইরে ওত পেতে দাঁড়িয়েছিল সিংহী। সেখান দিয়েই আসছিল একটি হরিণ। সিংহীকে দেখেই ভয়ে বিশাল লাফ দিল সে। তবে শেষরক্ষা হল না। হরিণকে শূন্যেই শিকার করে ফেলল ওই সিংহী। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। জানা গিয়েছে, ভিডিয়োটি ক্যামেরাবন্দি করা হয়েছে দক্ষিণ আফ্রিকার মুনিওয়ানা সংরক্ষণ কেন্দ্রে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বনভূমিতে ঝোপের বাইরে চুপ করে বসে রয়েছে একটি সিংহী। দূর থেকে একটি হরিণকে ছুটে আসতে দেখে সতর্ক হয়ে যায় সে। ওত পেতে বসে থাকে শিকারের জন্য। সিংহের উপস্থিতি টের পায়নি হরিণটি। ঝোপের বাইরে সিংহীকে দেখে হকচকিয়ে যায় সে। এক লাফ দিয়ে সিংহীর নাগালের বাইরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু শেষরক্ষা হয়নি। বিদ্যুৎগতিতে লাফায় সিংহীও। শূন্যেই কামড়ে ধরে হরিণকে। সিংহীর মরণকামড়ের ফাঁদে পড়ে কয়েক মুহূর্ত ছটফট করেই শান্ত হয়ে যায় হরিণটি। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয় সিংহীর পরিবারও। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অ্যান্ডবিয়ন্ডফিন্ডা’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লক্ষাধিক বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই জন্যেই সিংহীকে শ্রেষ্ঠ শিকারিদের মধ্যে অন্যতম বলে মনে করা হয়। এ রকম ধৈর্য থাকলে সাফল্য আসবেই।’’