Viral Video

আবার দিল্লি মেট্রো! এ বার কামরায় দাপাদাপি, ‘পোল ড্যান্স’! যুবকের কাণ্ডে আতঙ্কিত যাত্রীরা, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রোর একটি কামরায় দাপিয়ে বেড়াচ্ছেন এক যুবক। তাঁর পরনে জামা-প্যান্ট, কানে গোঁজা রয়েছে হেডফোন। এদিক-ওদিক দৌড়ে বেড়াচ্ছেন তিনি। মেট্রোর রড ধরে নাচছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৭:৫৫
Share:

মেট্রোর কামরায় অদ্ভুত নাচ যাত্রীর। ছবি: ইনস্টাগ্রাম।

কখনও স্বল্পবসনা তরুণীর মেট্রোয় ওঠা, কখনও যাত্রীদের সামনে তরুণ-তরুণীর ঘনিষ্ঠ হওয়া, কখনও মারামারি— দিল্লি মেট্রোর এমন নানা দৃশ্য প্রকাশ্যে এসেছে বার বার। এর জেরে বার বারই খবরের শিরোনামে এসেছে দিল্লি মেট্রো। সেই দিল্লি মেট্রোয় আবার একই রকম একটি ঘটনা ঘটল। মেট্রোর কামরাতেই নাচানাচি করে নজর কাড়লেন এক পুরুষ যাত্রী। সেই অদ্ভুত এহং বাহারি নাচের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ঘটেছে, তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রোর একটি কামরায় দাপিয়ে বেড়াচ্ছেন এক যুবক। তাঁর পরনে জামা-প্যান্ট, কানে গোঁজা রয়েছে হেডফোন। এদিক-ওদিক দৌড়ে বেড়াচ্ছেন তিনি। মেট্রোর রড ধরে নাচছেন। আর তাঁর কাণ্ড দেখে আতঙ্ক ফুটে উঠেছে যাত্রীদের একাংশের চোখেমুখে। অনেকে আবার হাসছেন। কেউ কেউ আবার যুবকের কীর্তি ক্যামেরাবন্দি করেও রাখছেন। তবে সে দিকে ভ্রূক্ষেপ নেই যুবকের। নিজের আনন্দে নেচে চলেছেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দিল্লি মেট্রোর একটি কামরায় ঘটনাটি ঘটেছে বলেও দাবি উঠেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘বিটিডব্লিউ_স্বস্তিক_০২’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। মেট্রোর মধ্যে যাত্রীদের আচরণ কী রকম হওয়া উচিত, তা নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে সমাজমাধ্যম জুড়ে। বিতর্কও তৈরি হয়েছে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘নাচের নামে হাত-পা ছুড়ছে। আর মেট্রো কি নেচে রিল বানানোর জায়গা? এই ধরনের মানুষকে উচিত শিক্ষা দেওয়া দরকার। আশা করি মেট্রো কর্তৃপক্ষ যুবকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবেন।’’ এক জন মজার ছলে আবার লিখেছেন, ‘‘একেই আত্মবিশ্বাস বলে। তবে এ কোনও সাধারণ নাচ নয়, ‘পোল ড্যান্স’। দিল্লি মেট্রোতে সফর করলে বিনোদনের অভাব হবে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement