মুখোমুখি নেউল-গোখরো। ছবি: এক্স থেকে নেওয়া।
সাপে-নেউলে এক বার ঝামেলা শুরু হলে, সাধারণত কোনও এক জনের মৃত্যুতে সেই ঝামেলা শেষ হয়। নেউলের শত্রু সাপ যতই বিষধর হোক না কেন, নেউল তাকে জব্দ করার জন্য উঠেপড়ে লাগে। সহজে ‘যুদ্ধের ময়দান’ ছেড়ে যায় না। সম্প্রতি প্রকাশ্যে এসেছে, তেমনই এক সাপ-নেউলের ধুন্ধুমার লড়াই। ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে নেউলের হামলা থেকে বাঁচতে প্রাণপণে পালাচ্ছে একটি বিশাল গোখরো। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ফাঁকা একটা জায়গায় ফণা তুলে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে সাদা রঙের একটি বিষাক্ত গোখরো। সামনে দাঁড়িয়ে প্রতিপক্ষ নেউল। সে-ও সাপকে ধরাশায়ী করার জন্য প্রস্তুত। হঠাৎই ফণা তুলে এগিয়ে আসে গোখরো। দু’বার ছোবল মারার চেষ্টা করেও ব্যর্থ হয়। একটিও ছোবল নেউলের গায়ে লাগে না। নেউলও ছেড়ে দেওয়ার পাত্র নয়। পাল্টা আক্রমণ করে সে-ও। গোখরোর মাথার দিকে লক্ষ্য স্থির রেখে ঝাঁপিয়ে পড়ে। কামড় বসায়। এর পর সাপটি ঘটনাস্থল ছেড়ে পালাতে উদ্যত হয়। এঁকেবেঁকে চলতে শুরু করে দ্রুত। নেউলও তার পিছু নেয়। কিছুটা দূরে গিয়েই গোখরোর লেজে কামড় বসায় সে। একাধিক বার তেমনটা করার পর আবার মুখোমুখি হয় সাপ এবং নেউল। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে। তবে শেষমেশ তাদের মধ্যে কে জেতে, কে হারে তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ড্যাম নেচার ইউ স্কেয়ারি’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। সাপ-বেজির ভয়ঙ্কর সেই যুদ্ধের ভিডিয়ো দেখে আঁতকে উঠেছেন নেটাগরিকেরা। বিস্ময়ও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘নেউল এবং গোখরো— উভয়েই ভয়ঙ্কর! তবে শেষমেশ কে জিতল তা জানতে ইচ্ছা করছে।’’