সাপকে বাইকচাপা দিয়ে কামড় খেলেন তরুণ। ছবি: এক্স থেকে নেওয়া।
বাইক চালানোর সময় চাপা দিয়ে চলে যাচ্ছিলেন একটি বাচ্চা সাপকে। বাইক ঘোরানোর সময় বদলা নিল সাপটি। বাইক-আরোহী তরুণের পায়ে মোক্ষম ছোবল বসাল সে। বাইক ফেলে দৌড়ে পালালেন ওই তরুণ। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার উপর শুয়ে রয়েছে একটি ছোট্ট সাপ। রাস্তা পার করার চেষ্টা করছে সে। সাপটিকে দেখে বিষাক্ত গোখরোর বাচ্চা বলে মনে হচ্ছে। হঠাৎই এক তরুণ বাইক নিয়ে ওই রাস্তায় চলে আসেন। সাপটিকে খেয়াল করেননি তিনি। ফলে স্বাভাবিক ভাবেই বাইকের চাকার প্রায় নীচে চলে আসে সাপটি। তবে অল্পের জন্য রক্ষা পায়। সঙ্গে সঙ্গে ফণা তুলে ফোঁস করে ওঠে সে। যদিও তখন সাপটিকে দেখেননি তরুণ। এর পর বাইক থামিয়ে সেটি ঘোরানোর সময় তরুণের পা সাপটির একদম মুখের কাছে চলে আসে। সঙ্গে সঙ্গে তাঁর পায়ের পাতার উপরে ছোবল বসায় বিষাক্ত সাপটি। ভয় পেয়ে যান তরুণ। সাপ দেখে বাইক থেকে পড়ে যান তিনি। এর পর বাইক ফেলেই সেখান থেকে পালিয়ে যান। পুরো ঘটনাটি কাছের একটি সিসি ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও সাপের ছোবল খেয়ে তরুণ এখন কেমন আছেন, তা ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে ‘সঞ্জু যাদব’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমন বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘এই জন্য বলে গাড়ি চালানোর সময় সব দিক দেখে চালাতে। কে জানে তরুণ এখন কেমন আছেন!’’