Viral Video

প্রায় নগ্ন অবস্থায় চলন্ত গাড়ির জানলা দিয়ে শরীর বার করে, ঝুঁকে উল্লাস তরুণীর! ভাইরাল ভিডিয়োয় বিতর্ক

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তা গিয়ে ছুটছে একটি কালো গাড়ি। দ্রুত গতিতে অন্য গাড়িগুলিকে পাশ কাটিয়ে যাচ্ছে সেটি। এমন সময় কালো গাড়ির মাঝের জানলা দিয়ে মুখ বার করেন এক তরুণী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১২:১৫
Share:

তরুণীর কাণ্ডে হইচই। ছবি: ইনস্টাগ্রাম।

ঊর্ধ্বাঙ্গ প্রায় অনাবৃত। সেই অবস্থাতেই গাড়ির জানলা গিয়ে শরীর বার করে উল্লাস করছেন এক তরুণী! চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তা গিয়ে ছুটছে একটি কালো গাড়ি। দ্রুত গতিতে অন্য গাড়িগুলিকে পাশ কাটিয়ে যাচ্ছে সেটি। এমন সময় কালো গাড়ির মাঝের জানালা দিয়ে মুখ বার করলেন এক তরুণী। ধীরে ধীরে শরীরের অর্ধেক অংশ জানলার বাইরে বার করে দিলেন তিনি। তাঁকে দেখে থ’ হয়ে যান রাস্তার মানুষ। কারণ, ওই তরুণীর ঊর্ধ্বাঙ্গ প্রায় অনাবৃত ছিল। কাপড় ছিল নামমাত্র। ওই অবস্থাতেই জানলা থেকে বিপজ্জনক ভাবে শরীরের অর্ধেক অংশ বার করে দাপাদাপি করতে থাকেন তরুণী। চিৎকার করতে করতে ঝুঁকেও পড়েন। পিছনের একটি অন্য গাড়ি থেকে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর লখনউ পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বলেও জানা গিয়েছে। যদিও পুলিশের তরফে এই ঘটনা সম্পর্কে কোনও বিবৃতি জারি করা হয়নি। অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না, তা-ও জানা যায়নি।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ইউপিখবর’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। পোস্টে দাবি করা হয়েছে, ঘটনাটি লখনউের শহিদ পথ রোডে ঘটেছে এবং কালো গাড়িটির নম্বর প্লেট অনুযায়ী, সেটি উত্তরপ্রদেশেরই গড়ি। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমন বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। তরুণীর শাস্তির দাবিতে সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। ট্রাফিক আইন প্রয়োগ এবং জননিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement