Viral Video

জঙ্গল থেকে বেরিয়ে এসে হঠাৎ হামলা, বনরক্ষীর ঘাড় কামড়ে টেনে নিয়ে গেল বিশাল বাঘ! ভাইরাল ভিডিয়োয় বিতর্কের ঝড়

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল ‘হিম্মু’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমন উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৬:২৫
Share:

সত্যিই কি ঘটেছে এমন ঘটনা? ছবি: এক্স থেকে নেওয়া।

জঙ্গলের ধারে অতিথিনিবাসের বাইরে বসেছিলেন এক বনরক্ষী। আচমকাই জঙ্গল থেকে বেরিয়ে এল মস্ত বাঘ। বনরক্ষীর ঘাড় কামড়ে ধরে আবার জঙ্গলে চলে গেল মুহূর্তের মধ্যে! তেমনই একটি চাঞ্চল্যকর ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। তবে বিষয়টি নিয়ে হইচই পড়তেই প্রকাশ্যে এসেছে ভিডিয়োর সত্য। প্রকাশ্যে এনেছেন প্রাক্তন এক বনকর্তা। জানিয়েছেন, ভিডিয়োটি আদৌ সত্যি নয়। কৃত্রিম মেধা বা এআই দিয়ে তৈরি একটি ভুয়ো ভিডিয়ো।

Advertisement

এআই নির্মিত ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের ধারে একটি অতিথিনিবাসের বাইরে বসে রয়েছেন এক বনরক্ষী। সম্ভবত খাবার খাচ্ছিলেন তিনি। হঠাৎই জঙ্গল থেকে বেরিয়ে দৌড়ে তাঁর দিকে আসে বিশাল একটি বাঘ। বাঘকে দেখে পালানোর চেষ্টা করেন ওই বনরক্ষী। তবে লাভ হয়নি। মুহূর্তের মধ্যে তাঁর ঘাড় কামড়ে ধরে তাঁকে নিয়ে দ্রুত গতিতে আবার জঙ্গলের গভীরে চলে যায় বাঘটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে আসে। দাবি করা হয়, ভিডিয়োটি ব্রহ্মপুরী জঙ্গল অতিথিনিবাসের। এর পরেই সমাজমাধ্যমে আলোড়ন ফেলে সেই ভিডিয়ো।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল ‘হিম্মু’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমন উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। তবে তার পরেই সেই ভিডিয়োর সত্যতা প্রকাশ্যে আনেন প্রাক্তন বনকর্তা সুশান্ত নন্দ। নন্দ জানিয়েছেন, ভিডিয়োটি কৃত্রিম মেধার সাহায্যে তৈরি এবং ভুয়ো। আদপে এ-হেন কোনও ঘটনা ঘটেনি। এক্স হ্যান্ডলে ভিডিয়োটি পুনরায় পোস্ট করে তিনি লেখেন, ‘‘এটি কৃত্রিম মেধার সাহায্যে তৈরি। বাঘ সাধারণত মানুষ ভক্ষক নয়। তারা কখনও খাবারের জন্য এ ভাবে মানুষ শিকার করবে না। বাঘকে সম্মান করুন। বাঘের হাতে মানুষ হত্যার ঘটনার জন্য পরিস্থিতি দায়ী হয়। দয়া করে এই ধরনের ভিডিয়োর প্ররোচনায় পা দেবেন না।’’ এর পর আবার নতুন করে হইচই পড়ে। এ ভাবে ভুয়ো ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার জন্য নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘আমি কৃত্রিম মেধা দিয়ে তৈরি ভিডিয়ো দেখতে দেখতে বিরক্ত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement