পোড়া গন্ধে আতঙ্কিত বিমানের যাত্রীরা। ছবি: ইনস্টাগ্রাম।
মাঝ-আকাশে ইন্ডিগোর বিমানে পোড়া গন্ধ! দৌড়োদৌড়ি শুরু করলেন বিমানকর্মীরা। আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয় দাবি করা হয়েছে তেমনটাই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ইন্ডিগোর বিমানে ভ্রমণের সময় ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন এক যাত্রী। ওই যাত্রীর দাবি, ইন্ডিগোর একটি বিমানে যাত্রা করার সময় মাঝ-আকাশে কেবিনের মধ্যে তীব্র পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পোড়া গন্ধ নিয়ে জিজ্ঞাসা করা হলে বিমানকর্মীরা জানান, বিমানটি নতুন এবং মাত্র দু’টি যাত্রা সম্পন্ন করেছে। এর পর পোড়া গন্ধের উৎস সন্ধানে বিমানের কর্মীরা বিভ্রান্ত হয়ে দৌড়োদৌড়ি শুরু করেন। কিন্তু কেউই কিছু বুঝতে পারছিলেন না। ফলে যাত্রীদের দুশ্চিন্তা বৃদ্ধি পায়। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন এক যাত্রী। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োর শেষে ওই যাত্রী জানিয়েছেন, বিমানটি নিরাপদে অবতরণ করেছে। তবে ওই পোড়া গন্ধ কোথা থেকে আসছিল, সে বিষয়ে শেষ পর্যন্ত তাঁদের কিছু জানানো হয়নি। ওই কর্মীর কথায়, ‘‘আমরা নিরাপদে অবতরণ করেছি কিন্তু আসলে কী ঘটেছিল তা কেউ জানায়নি। কর্মীরাও বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। যাত্রীদের কেউ কেউ কান্নাকাটিও শুরু করেছিলেন।’’
ইনস্টাগ্রাম হ্যান্ডল ‘ম্যায়কৃষ্ণহুঁ’ থেকে শেয়ার করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নেটাগরিকদের অনেকেই তাঁদের মতামত এবং নিজস্ব অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। এক নেটাগরিক ভিডিয়ো দেখার পর লিখেছেন, ‘‘মাঝেমাঝে ইঞ্জিন থেকে ধোঁয়ার গন্ধ বার হয়। হয়তো নতুন বিমান হওয়ায়, যন্ত্রাংশ গরম করার কারণে কিছু প্রতিরক্ষামূলক আবরণ বা উপাদান পুড়ে গিয়েছিল! কিন্তু, সত্যি বলতে, এটি একটি ভয়াবহ এবং অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিও হতে পারে। আমি খুশি যে সবাই নিরাপদে আছেন।’’ দুর্বল পরিষেবার অভিযোগ তুলে ইন্ডিগো এয়ারলাইন্সের নিন্দাও করেছেন কেউ কেউ। যদিও পুরো বিষয়টি নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বিমান সংস্থাটি।