Viral Video

বাস চলছে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে, অথচ চালকের নজর মোবাইলে! উদ্বেগের ভিডিয়ো ভাইরাল হতেই হইচই, বিতর্ক

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একের পর এক গাড়িকে পাশ কাটিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে একটি বাস। অন্য দিকে বাসের চালক, স্টিয়ারিং এবং স্পিডোমিটারের ফাঁকে ফোন রেখে ভিডিয়ো দেখতে ব্যস্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৩:০৮
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

মাঝেমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় যাত্রিবাহী বাসের মারাত্মক দুর্ঘটনার খবর শোনা যায়। সেই সব দুর্ঘটনার দোষ কার, তা নিয়েও চর্চা চলে। সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা একটি ভিডিয়ো সেই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে মোবাইল দেখতে দেখতে দ্রুত গতিতে বাস চালাচ্ছেন এক চালক। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সমাজমাধ্যমে হইচইও পড়েছে। জানা গিয়েছে, ঘটনাটি কর্নাটকের। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একের পর এক গাড়িকে পাশ কাটিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে একটি বাস। কিন্তু স্টিয়ারিং এবং স্পিডোমিটারের ফাঁকে ফোন রেখে ভিডিয়ো দেখতে ব্যস্ত বাসচালক। ফোন দেখতে দেখতেই বাস চালাচ্ছেন তিনি। বাসের গতি তখন ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা। বাসের কেবিন থেকে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নন্দন’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ক়়ড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নিন্দার ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এই ধরনের দায়িত্বজ্ঞানহীন চালকের কারণেই দুর্ঘটনা ঘটে। এই চালককে খুঁজে পুলিশে দেওয়া উচিত।’’ অন্য এক জন আবার লিখেছেন, “যাত্রীরা চালকের উপর আস্থা রেখে বাসে যাত্রা করেন। আর এই তার নমুনা!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement