Viral Video

বৈদ্যুতিন সাইকেল নিয়ে দ্রুত গতিতে গাড়িতে ধাক্কা, মুহূর্তে আগুনের গোলায় পরিণত হলেন তরুণ! ভাইরাল ভিডিয়ো

গত ৩০ অক্টোবর বিকেল সাড়ে ৫টা নাগাদ ক্যালিফোর্নিয়ার স্যালিনাসে নর্থ মেইন স্ট্রিট এবং হার্ডেন পার্কওয়ের সংযোগস্থলে ঘটনাটি ঘটে। সেই ঘটনার ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৪:১৯
Share:

গাড়ি এবং বৈদ্যুতিন সাইকেলের সংঘর্ষে ধরল আগুন। ছবি: ইনস্টাগ্রাম।

বৈদ্যুতিন সাইকেলে চড়ে ঝড়ের গতিতে রাস্তা পার হচ্ছিলেন। গাড়িতে ধাক্কা লাগতেই আগুনের গোলায় পরিণত হলেন তরুণ! ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তাঁর সাইকেলটিও। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। দাবি করা হয়েছে, ঘটনাটি আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্যালিনাসে ঘটেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ অক্টোবর বিকেল সাড়ে ৫টা নাগাদ ক্যালিফোর্নিয়ার স্যালিনাসে নর্থ মেইন স্ট্রিট এবং হার্ডেন পার্কওয়ের সংযোগস্থলে ঘটনাটি ঘটে। তবে সেই ঘটনার ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ব্যস্ত রাস্তা দিয়ে একের পর এক গাড়ি বেরিয়ে যাচ্ছে। ওই রাস্তার এক পাশ দিয়ে দ্রুত গতিতে বৈদ্যুতিন সাইকেলে চালিয়ে আসছিলেন দুই তরুণও। তাঁদের মধ্যে প্রথম তরুণ দু’পাশে না তাকিয়েই দ্রুত গতিতে রাস্তা পেরোতে যান। তখনই দুর্ঘটনা ঘটে। সাইকেল নিয়ে দ্রুত গতিতে গিয়ে একটি চলন্ত গাড়িতে ধাক্কা মারেন তরুণ। টুকরো টুকরো হয়ে যায় সাইকেল। তরুণের শরীরে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে দৌড়ে আসেন দ্বিতীয় তরুণ। আগুন নেবানোর চেষ্টা করেন তিনি। অবশেষে আগুন নিবে যায়। ভয় ধরানো সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘টিআরটিহাবের’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার বিরক্তিও প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘বেঘোরে প্রাণ যেত। উচিত শিক্ষা হয়েছে। এ ভাবে অন্ধের মতো কেউ সাইকেল চালায়!’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এ ভাবেই দুর্ঘটনাগুলি ঘটে! তরুণ কেমন আছেন কে জানে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement