অভিযুক্ত বাসচালক পরশমল। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। সারা শরীরে কাপড় বলতে একটি ছোট প্যান্ট। আর সে অবস্থাতেই সরকারি বাস চালাচ্ছেন এক চালক। বাস চালাতে চালাতে খাবারও খাচ্ছেন। একই সঙ্গে গান বাজাচ্ছেন উচ্চস্বরে। চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে রাজস্থানে। ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে রাজস্থান জুড়ে। সমাজমাধ্যমে ভাইরালও হয়েছে ভিডিয়োটি। জানা গিয়েছে, ওই বাসচালককে ইতিমধ্যেই নিলম্বিত (সাসপেন্ড) করা হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অর্ধনগ্ন অবস্থায় খাবার খেতে খেতে বাস চালানো ওই চালকের নাম পরশমল। অজমের থেকে কোটাগামী একটি সরকারি বাসের চালক ছিলেন তিনি। অভিযোগ, মাঝেমধ্যেই অনুপযুক্ত পোশাক পরে বাস চালান পরশমল। সম্প্রতি তাঁকে শুধু একটি ছোট হাফপ্যান্ট পরে বাস চালাতে দেখা যায়। বাস চালাতে চালাতে পরশমল খাবার খাচ্ছিলেন বলেও অভিযোগ। একই সঙ্গে উচ্চস্বরে গান বাজাচ্ছিলেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
পরশমলের সেই ভিডিয়োটি ভাইরাল হতেই যাত্রী নিরাপত্তা এবং রাজ্য পরিবহন দফতরের নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। নড়েচড়ে বসেন কর্তৃপক্ষ। এর পরেই রাজস্থানের পরিবহন দফতরের তরফে নিলম্বিত করা হয় পরশমলকে। পুরো ঘটনাটি নিয়ে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে বলে খবর। পরিবহন দফতরের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, নিয়ম লঙ্ঘন করেছেন পরশমল। তাঁর জন্য যাত্রীদের জীবন বিপন্ন হতে পারত। তদন্তে দোষী সাব্যস্ত হলে পরশমলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। জানা গিয়েছে নিলম্বিত থাকাকালীন রাজসমন্দ ডিপোতে কাজ করতে হবে পরশমলকে। বেতন পাবেন না তিনি। শুধুমাত্র কিছু ভাতা দেওয়া হবে।
পরশমলের অর্ধনগ্ন হয়ে বাস চালানোর ভিডিয়োটি পোস্ট করা হয়েছে রাজস্থানের স্থানীয় সংবাদমাধ্যম ‘আপকা রাজস্থান’-এর ইউটিউব চ্যানেল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিরক্তি প্রকাশ করেছেন অনেকে। চালকের শাস্তির দাবি তুলেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ।