Viral Video

সিংহীর সঙ্গে হাসতে হাসতে নিজস্বী ভিডিয়ো, হঠাৎ সিংহ এসে টেনে নিয়ে গেল বৃদ্ধাকে! ভাইরাল ভিডিয়োয় বিতর্ক

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি সিংহীর সঙ্গে নিজস্বী ভিডিয়ো তুলছেন এক বৃদ্ধা। বৃদ্ধার পরনে নীল শাড়ি। হাতে ফোন। হাসতে হাসতে সিংহীর সঙ্গে ‘কথা’ বলছিলেন বৃদ্ধা। একটু দূরেই বিশ্রাম নিচ্ছিল একটি সিংহ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ০৯:৪০
Share:

এই ভিডিয়ো নিয়েই তৈরি হয়েছে যাবতীয় বিতর্ক। ছবি: ইনস্টাগ্রাম।

সাম্প্রতিক সময়ে সমাজমাধ্যমে কৃত্রিম মেধা বা এআই সৃষ্ট বেশ কিছু ভিডিয়ো হইচই ফেলেছে। আতঙ্কও ছড়িয়েছে সমাজমাধ্যম জুড়ে। সে রকমই আরও একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে এক বৃদ্ধার উপর হঠাৎ হামলা চালাল একটি সিংহ। ভিডিয়ো সমাজমাধ্যমে আলোড়ন তুললেও পরে যাচাই করে দেখা যায় সেটি ভুয়ো। এর পরেই আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। কৃত্রিম মেধার অপব্যবহার নিয়ে বিতর্কও তৈরি হয়েছে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি সিংহীর সঙ্গে নিজস্বী ভিডিয়ো তুলছেন এক বৃদ্ধা। বৃদ্ধার পরনে নীল শাড়ি। হাতে ফোন। হাসতে হাসতে সিংহীর সঙ্গে ‘কথা’ বলছিলেন বৃদ্ধা। একটু দূরেই বিশ্রাম নিচ্ছিল একটি সিংহ। হঠাৎই সেখান থেকে উঠে এসে সিংহটি বৃদ্ধার উপর ঝাঁপিয়ে পড়ে। চিৎকার করতে শুরু করেন বৃদ্ধা। এর পরেই বৃদ্ধাকে টেনে নিয়ে যায় সিংহটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘তাই_ভ্লগার’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেন, তেমন উদ্বেগও প্রকাশ করেন অনেকে। এর পরেই সেই ভিডিয়োর সত্যতা প্রকাশ্যে আসে। দেখা যায় ভিডিয়োটি কৃত্রিম মেধার সাহায্যে তৈরি। আদপে এই ধরনের কোনও ঘটনা ঘটেইনি।

Advertisement

এর পর আবার নতুন করে হইচই পড়ে। এ ভাবে ভুয়ো ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার জন্য নিন্দার ঝড় ওঠে সমাজমাধ্যমে। বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এই ধরনের ভিডিয়োর প্ররোচনায় পা দেবেন না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘আমি কৃত্রিম মেধা দিয়ে তৈরি ভিডিয়ো দেখতে দেখতে বিরক্ত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement