Viral Video

‘বাঁচান বাঁচান’, বিষাক্ত সাপের ছোবল খেয়ে সেই সাপ নিয়েই হাসপাতালে যুবক! তার পর... ভাইরাল ভিডিয়ো

সাপের ছোবল খাওয়া ওই যুবকের নাম গৌরব কুমার। বিজনৌরের বাসিন্দা ৩০ বছর বয়সি গৌরব বাড়ির কাছে কাজ করছিলেন। ঠিক তখনই কাছের ঝোপ থেকে হঠাৎ একটি সাপ বেরিয়ে এসে তাঁর হাতে কামড়ে দেয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৫:১৮
Share:

হাতে সাপ নিয়ে হাসপাতালে যুবক। ছবি: এক্স থেকে নেওয়া।

শরীরে কামড় বসিয়েছে বিষাক্ত সাপ। ভয় না পেয়ে ভয়ঙ্কর সরীসৃপটিকে ধরে হাসপাতালে ছুটলেন যুবক। হাসপাতালের জরুরি বিভাগে সাপটিকে দেখিয়ে চিকিৎসা সহায়তা চাইলেন তিনি। চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিজনৌরে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাপের ছোবল খাওয়া ওই যুবকের নাম গৌরব কুমার। বিজনৌরের বাসিন্দা ৩০ বছর বয়সি গৌরব বাড়ির কাছে কাজ করছিলেন। ঠিক তখনই কাছের ঝোপ থেকে হঠাৎ একটি সাপ বেরিয়ে এসে তাঁর হাতে কামড়ে দেয়। আতঙ্কিত হওয়ার পরিবর্তে গৌরব তৎক্ষণাৎ মনে সাহস জোগান। সাপটিকে শক্ত করে মুঠোয় ধরে প্রায় এক কিলোমিটার হেঁটে নিকটতম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছোন তিনি।

হাসপাতালে পৌঁছোনোর পর, চিকিৎসকেরা সাপটিকে নিরাপদে একটি পাত্রে আটকে রাখেন। যুবককে প্রয়োজনীয় ‘অ্যান্টিভেনম’ দেওয়া হয়। গৌরবের পদক্ষেপের জন্য চিকিৎসকেরা সাপের প্রজাতি শনাক্ত করে দ্রুত সঠিক চিকিৎসা শুরু করতে সক্ষম হন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। গৌরব বর্তমানে স্থিতিশীল এবং সুস্থ বলে জানা গিয়েছে।

Advertisement

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সাংবাদিক প্রিয়া সিংহের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমন অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। যুবকের সাহসিকতা এবং উপস্থিত বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকদের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement